পাতা:সরোজিনী নাটক.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম তাঙ্ক | .* লক্ষ্মণ । কি বল্লেন ?—সরোজিনীর ?--রাজকুমারী সরোজিনীর ? — আমার প্রাণের দুহিত। সরোজিনীর ? (স্তম্ভিত থাকিয়৷ কিঞ্চিৎ পরে) কি বল্লেন মহাশয়! রাজকুমারী সরোজিনীর ?—নিশ্চয় আপনার গণনায় ভুল হয়েছে। আর একবার গণে দেখুন। “সরোজ কুসুমসম” এর মৰ্ম্মার্থ গণনায় সরোজিনী না হয়ে পদিনীও ভে হ'তে পারে। হয় তো আমার পিতৃব্য ভীমসিংহের পত্নী পদ্মিনী দেবী কেই উদ্দেশ করে ঐরূপ দৈববাণী হয়েছে। আর তাই খুব সম্ভব ব’লে আমার বোধ হয়। কেন না, আল্লা উদ্দিন, পদ্মিনী দেবীর রূপলাবণ্যে মুগ্ধ হয়ে তাকে লাভ করবার জন্তই চিভোরপুরী বারংবার আক্রমণ কচ্চেন। পদ্মিনী দেবী জীবিত থাকতে কখনই চিতোরপুরী নিরাপদ হবে না, এই মনে ক’রেই চিভোরের অধিষ্ঠাত্রী দেবী চতুভূজা বোধ হয় এইরূপ দৈববাণী করেছেন। ভৈরব । মহারাজ ! যদি আমার গণনায় কিছুমাত্র ভ্রম থাকৃত, তা হ’লে আমিও আহলাদিত হতেম । কিন্তু মহারাজ ! আমি যেরূপ সতর্ক হ’য়ে গণনা করেছি, তাতে কিছু মাত্র ভ্রমপ্রমাদের সম্ভাবনা নাই । লক্ষ্মণ । ভগবন ! সেই নির্দোষী বালিকা কি অপরাধ করেছে যে, ব্লবী চতুভুজ। এই তরুণ বয়সেই তাকে পৃথিবীর সুখ-সন্তোগ হ’তে বঞ্চিত কত্তে ইচ্ছ। কচ্চেন ? তার পরিবর্তে যদি তিনি আমার জীবন চান, তা হলে অনায়াসে এখনি আমি তার চরণে উৎসর্গ কত্তে প্রস্তুত আছি। মহাশয় । বলুন, আর কিসে দেবীর ভূষ্টিসাধন হতে \°