পাতা:সরোজিনী নাটক.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ সরোজিনী নাটক । পত্র খানি মহিষীর কাছে পাঠিয়েছিলেম, সে পত্র খানি যদি তিনি পেয়ে থাকেন, তা হ'লে তো সরোজিনীকে নিয়ে এতক্ষণে চিতোর হতে যাত্রা করেছেন,—আর, তারা এখানে একবার পৌছিলে রক্ষার আর কোন উপায় থাকৃবে না। তবে যদি, তারা এখানে না আসতে আসতেই ভূমি গিয়ে পথিমধ্যে রাজমহিষীর সঙ্গে সাক্ষাৎ ক’রে এই পত্র খানি তার হস্তে দিতে পার, ভা হ'লে তাদের এখানে আসা বন্ধ হ'লেও হতে পারে। রামদাস। মহারাজ ! পত্র খানি দিন, এখনি আমি নিয়ে যাচ্চি । লক্ষ্মণ । এই লও,—(পত্র প্রদান) তুমি শীঘ্ৰ যাও, পথে যেন কোথাও বিশ্রাম ক’র না। রামদাস। এই অামি চ'ল্লেম মহারাজ ! লক্ষ্মণ । আর শোন রামদাস! দেখো যেন পথভ্ৰম ন হয়, বরং এক জন নিপুণ পথ-প্রদর্শক সঙ্গে ক’রে নিয়ে যাও, কারণ, যদি মহিষীর সঙ্গে তোমার দেখা না হয়, আর সরোজিনী যদি একবার এখানে এসে পড়ে, তা হলেই সৰ্ব্বনাশ উপস্থিত হবে। তখন ভৈরবাচাৰ্য্য সৈন্য-মণ্ডলীর নিকট সেই দৈববাণীর অর্থ শুনিয়ে দেবে, সরোজিনীর বলিদানের জন্য সমস্ত সৈন্তই উত্তেজিত হ’য়ে উঠবে ; যারা আমার শত্রু পক্ষ তারা সেই সময় অবসর পেয়ে একটা বিরোধ ঘটিয়ে দেবে ; আমার প্রভুত্ব ভ্যামার রাজত্ব, তখন রক্ষণ করা বড়ই কঠিন হ’য়ে উঠবে। অস্তরের কথা তোমাকে আমি ব’লে দিলেম, এখন যাও রামদাস—জার বিলম্ব ক'র না।