বিষয়বস্তুতে চলুন

পাতা:সরোজিনী নাটক.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । NO උ রামদাস। মহারাজ ! পত্রের মৰ্ম্মট আমার জানা থাকলে ভাল হয় না ? কেন না, যদি আমার কথার সঙ্গে পত্রের কোন অনৈক্য হয় লক্ষ্মণ। ঠিক বলেছ। পত্রের মৰ্ম্মটা তোমার শোনা আবশ্যক বটে। আমি রাজমহিষীকে এইরূপ লিখিছি যে, “কুমার বিজয়সিংহের মত-পরিবর্তন হয়েছে, সরোজিনীকে বিবাহ করবার তার আর আগ্রহ নাই, অতএব এখানে সরোজিনীকে নিয়ে আসবার আবশ্যক করে না।” আরও তুমি এই কথা তাকে মুখে বলতে পার যে, চিতোরের প্রথম আক্রমণ কালে, যবন শিবির হতে তিনি যে যুবতী মহিলাকে বন্দী করে নিয়ে এসেছিলেন--লোকে বলে,—তারি প্রতি তার এখন অধিক অনুরাগ হয়েছে। আর সেই জন্য তিনি এখন সরোজিনীর প্রতি উপেক্ষা কচ্চেন। এই কথা বলেই যথেষ্ট হবে —কার পায়ের শব্দ শোনা যাচ্চেনা ?——এ কি ! বিজয়সিংহ যে এদিকে আসছেন, যাও যাও রামদাস এই ব্যাল যাও—আর বিলম্ব কোরো না। বিজয়সিংহের সঙ্গে রণধীর সিংহও দেখছি আসছেন। ( রামদায়ের প্রস্থান । ) বি জয়সিংহ ও রণধীরসিংহের প্রবেশ। লক্ষ্মণ। এই যে বিজয়সিংহ! এর মধ্যেই তুমি যুদ্ধে জয়লাভ করে প্রত্যাগত হয়েছ ? ধন্ত তোমার বিক্রম —যা অস্তের পক্ষে