পাতা:সরোজিনী নাটক.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\98 সরোজিনী নাটক । দুঃসাধ্য, তা দেখছি, তোমার পক্ষে অলস বালকের ক্রীড়ার দ্যায় অতি সামান্ত ও সহজ ! - বিজয়। মহারাজ ! এই সামান্ত জয়-লাভে বিশেষ কোন গৌরব নাই । ভগবান করুন, যেন আরও প্রশস্ততর গৌরব ক্ষেত্র আমাদের জন্য উন্মুক্ত হয়। এইবার যবনদের বিরুদ্ধে যদি জয়লাভ কত্তে পারি—চিতোরপুরী রক্ষা কত্তে পারি—আপনার পিতৃব্য ভীমসিংহের অপমানের ষদি প্রতিশোধ দিতে পারি—যদি সেই লম্পট আল্লাউদি- , নের মস্তক স্বহস্তে ছেদন কত্তে পারি—ত হ’লেই আমার মনস্কামনা পূর্ণ হয়। (কিয়ৎক্ষণ পরে ) মহারাজ ! একটা জনরব শুনে আমি अज्रड आज्ञाडि হয়েছি,—শুন্তে পাই নাকি রাজকুমারী সরোজিনীকে এখানে এনে তার সহিত উদ্বাহ-বন্ধনে আমাকে চিরমুখী করবেন ? লক্ষ্মণ । ( চমকিত হইয়া) আমার দুহিতা ?—সরোজিনী ?—কে বল্পে তাকে এখানে আনা হবে ? বিজয়। মহারাজ ! আপনি যে এ কথা শুনে আশ্চৰ্য্য হলেন – তবে কি এ জনরবের কোন মূল নাই ? লক্ষ্মণ । (স্বগত) কি সৰ্ব্বনাশ! বিজয়সিংহ এর মধ্যেই এ গোপনীয় কথা কি ক’রে জানতে পাল্লে ? রণধীর । (বিজয়সিংহের প্রতি) মহাশয়! মহারাজ তো আশ্চৰ্য্য হতেই পারেন। এই কি বিবাহের উপযুক্ত সময় ? যে সময় যবনগণ চিতোর আক্রমণের উদ্যোগ কচ্চে-যে সময় জন্মভূমির স্বাধীনতা