পাতা:সরোজিনী নাটক.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



৪৮
সরোজিনী নাটক।

আল্লা। আচ্ছা, তাকে এখানে নিয়ে আয়।

রক্ষক। যে আজ্ঞা হজুর।

(রক্ষকের প্রস্থান।)
(ফতেউল্লার প্রবেশ।)

আল্লা। কি খবর?

ফতে। (কম্পমান)

আল্লা। আরে—এত কাপ্‌চে কেন? কথার উত্তর নাই? উজির! কোন মন্দ সংবাদ নয় তো?

উজির। জাহাঁপনা! ও মূর্খ্য চাসা লোক, বাদসার কাছে কিরূপ কথা কইতে হয় তা জানে না, তাইতে বোধ হয় ভয় পা'চ্চে।

আল্লা। কি খবর এনেছি বল, ভয় নেই।

ফতে। চাচাজি তোমায় এ পত্রখানা দেলে। (পত্র প্রদান)

উজির। আরে বেয়াদব! জাহাঁপনা বল।

আল্লা। উজির! ওকে যা খুসি তাই ব’লতে দেও, না হ’লে ভয় পেলে, আর কিছুই ব’ল্তে পারবে না। (ফতের প্রতি) পত্র কে পাঠিয়েছে?

ফতে। চাচাজি দেলে।

আল্লা। চাচাজি আবার কে?

ফতে। তোমরা যারে মহম্মদ আলি কও, হ্যাঁদুরা তেনারে ভরু চাচাজি কন।