পাতা:সরোজিনী নাটক.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২ সরোজিনী নাটক । দ্বিতীয় গর্ভাঙ্ক । রাণী লক্ষণসিংহের শিবির সন্নিকটবর্তী উদ্যান । ( রোষেনারা ও মোনিয়ার প্রবেশ।) রোষেনারা। এস ভাই! আমরা এখানে একটু ব্যাড়াই—দেখেছ এই বাগানটী কেমন নি বাজকুমারী সরোজিনী এখন তার বাপের সঙ্গে দেখা করুন-কুমার বিজয়সিংহের সঙ্গে দেখা কর – আমাদের সেখানে গিয়ে কি হবে ? আমাদের আর জুড়াবার স্থান কোথায় বল ? আমরা এস ততক্ষণ এখানে মন খুলে আমাদের দুঃখের কথা কই । দেখ ভাই, আমার ইচ্ছে হয় এই ঝাউগাছের ভলায় আমি রাত দিনই বসে থাকি—ঝাউগাছে কেমন একটা বেশ র্শে শেঁ। শব্দ হয়, এই শব্দটা আমায় বড় ভাল লাগে। মোনিয়া। তোমার ভাই আজকাল এ রকম ভাব দেখছি কেন? সারাদিনই নিরালা বসে বসে কাদ—কারও সঙ্গে মিশৃতে ভাল বাস ন!—এর মানে কি ? আমার ভাই সেই অশুভ দিনের কথা বেশ মনে পড়ে, যে দিন হিন্দুরা আমাদের সৈন্তদের যুদ্ধে হারিয়ে দিয়ে তোমাকে জোর ক'রে বন্দী ক'ল্লে—আর সেই বিজয়ী রাজপুত রক্তমাধ। হাতে তোমার সম্মুখে উপস্থিত হলেন। তখন তো ভাই