পাতা:সরোজিনী নাটক.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

QᏔ% সরোজিনী নাটক । রোষেনারা । ভাই সেই ভয়ানক শক্রই—আমার—প্রাণের বন্ধু—আমার হৃদয়সৰ্ব্বস্ব ! মোনিয়া। বল কি সখি ! এর একটু বাস্পও তো আমি পূৰ্ব্বে জানতে পারিনি। রোষেনারা । আমি মনে ক'রেছিলেম, এই কথাটী আমার অন্ত রের মধ্যেই চিরকাল রাখবো, কিন্তু সখি, তোমার কাছে আর আমি গোপন ক’ত্তে পাল্লেম না ; যা হ'ক, আর না–হৃদয়ের কথা হৃদয়েই থাক। - মোনিয়া। সখি! আমাকেও ব’ল্‌তে তুমি কুষ্ঠিত হ’চ্চ ? এই কি তোমার ভালবাসা ? সব কথা খুলে না ব'ল্পে আমি কিছুতেই ছাড়ব না। এমন শক্রর উপর তোমার কি ক’রে ভালবাসা হ’ল, । আমার জানতে ভারি ইচ্ছে হ’চ্চে । রোষেনারা । সে কথা ভাই আর কেন জিজ্ঞাসা কর ? কুমার বিজয়সিংহ কি আমার দুঃখে কিছুমাত্র দুঃখ প্রকাশ করেছিলেন ? তিনি কি আমার কোন উপকার করেছিলেন ? তবে কেন আমি তাকে ভাল বাসলেম ?—কেন যে আমি তাকে ভাল বাসলেম, তা ভাই আমি নিজেই জানিনে। আচ্ছ যে দিন আমি বন্দী হয়েছিলেম, সেই ভয়ানক দিনের কথা কি তোমার মনে পড়ে না ? মোনিয়া । মনে পড়ে ন! আবার,—বেশ মনে পড়ে। রোষেনারা। মনে আছে,—কতক্ষণ ধ’রে আমাকে সেই কারাগারের মধ্যে থাকৃতে হয়েছিল ?—তোমাকে ভাই ব’ল্ব কি, সেখানে