পাতা:সরোজিনী নাটক.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । (సె এই বেলা যাও, সরোজিনীর মুখের দিন উপস্থিত,—তুমি গিয়ে তার পথে কণ্টক দাও, তোমার মত হতভাগিনীর সংসর্গে তার একটা না একটা অমঙ্গল হ’বেই হবে।” আমি সেই জন্তই ভাই,এখানে এসেছি; আমার জন্ম-বৃত্তাস্ত জানবার জন্তে আমি তত উৎসুক নই। যদি সরোজিনীর মনস্কামনা পূর্ণ হয়, যদি বিজয়সিংহের সঙ্গে তার বিবাহ হয়, তা হ’লে ভাই নিশ্চয় জানবে, আমার পৃথিবীর দিন শেষ হ’য়ে এলো : মোনিয়া ! ও কি কথা ভাই ? তুমি কি ক’রে বিজয়সিংহের সঙ্গে সরোজিনীর বিবাহ আটক্‌ ক’রূবে বল দিকি ? সে কখনই সস্তব নয় ; তার চেয়ে ভাই বিজয়সিংহকে একেবারে ভুলে যাওয়াই তোমার পক্ষে ভাল । রোষেনারা । হা! এ জন্মে কি ভাই তাকে আর ভুলভে পারবো ? ( অন্যমনে গীত । ) রাগিণী বিঝিট—ভাল কাওয়ালি । “তারে ভুলিব কেমনে । প্রাণ সঁপিয়াছি যারে আপনারি জেনে ; আর কি সে রূপ ভুলি, প্রেম-তুলি, করে তুলি, হৃদয়ে রেখেছি লিখে অতি যতনে।”