পাতা:সরোজিনী নাটক.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ সরোজিনী নাটক । লক্ষ্মণ । ই বৎসে ! সরোজিনী। যজ্ঞ কি শীঘ্রই হবে ? লক্ষ্মণ । এই যজ্ঞ যতই বিলম্বে হয়, ততই ভাল, কিন্তু ভৈরবাচাৰ্য্য শুন্‌চি ভিলাৰ্দ্ধ বিলম্ব করবেন না। সরোজিনী। কেন, বিলম্ব করবার প্রয়োজন কি ? যত শীঘ্র অমঙ্গলের শান্তি হয়, ততই তো ভাল। এই যজ্ঞ দেখতে আমার বড় ইচ্ছে ক’চ্চে। পিতঃ ! আমরা কি সেখানে থাকতে পাব ? লক্ষ্মণ । ( দীর্ঘ নিঃশ্বাস ) হ!— সরোজিনী। পিতঃ ! আমরা কি সেখানে থাকতে পাব না ? লক্ষ্মণ । (উৎকণ্ঠিত ও ব্যস্ত সমস্ত হইয়া) পাবে। আমি এখন চল্লেম, হt — (লক্ষণসিংহের বেগে প্রস্থান । ) ( রোষেনারা ও মোনিয়ার অন্তরাল হইতে নির্গমন । ) সরোজিনী। এ কি ? তোমরা ভাই এতক্ষণ কোথায় ছিলে ? রোষেনারা । আমরা ভাই এই খানেই বেড়াচ্ছিলেম। তার পর, রাজা আস্ছেন দেখেই ঐ গাছের আড়ালে লুকিয়েছিলেম। সরোজিনী। দেখ ভাই রোষেনারা, আগে পিতা আমাকে দেখুলে কত আদর কভেন, আজ তা কিছুই ক’ল্লেন না; খুশি হওয়৷