পাতা:সরোজিনী নাটক.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wッ8 সরোজিনী নাটক । এখানে তার এক দণ্ডও থাকা নয়। এখান থেকে এখনি না গেলে আমাদের আর মান সন্ত্রম রক্ষা হয় না। পূৰ্ব্বে আমি আশ্চৰ্য্য হয়েছিলেম যে, মহারাজ আমাদের সঙ্গে দেখা হ’লে কেন ভাল ক’রে কথা বাৰ্ত্ত কন্‌নি,—এখন তার কারণ আমি বেশ বুঝতে পেরেছি। যেরূপ অশুভ সংবাদ, তাতে কোন বাপ মায়ের হৃদয় না আকুল হয় ? প্রথমে তো, মহারাজ সুরদাসকে দে পত্র পাঠিয়ে আমাদের এখানে আস্তে বলেন, কিন্তু তার পরেই যখন জানতে পাল্লেম যে, বিজয়সিংহের মন ফিরে গেছে, তখন তিনি আবার রামদাসের হাত দিয়ে এই পত্র খানি পাঠিয়ে আমাদের আস্তে নিষেধ করেন। আমর। সুরদাসের পত্র পেয়েই তখনি এখানে চলে এসেছিলেম, এই জন্যে রামদাসের সঙ্গে আর আমাদের দেখা হয় নি। আমি সেই পত্র এখন পেলেম । তা এখন এস বাছ, আমরা চিতোরে ফিরে যাই । আর এখানে থেকে কাজ নেই, এখনি হয় তো অপমান হ’তে হবে। বিজয় সিংহের মন ফিরে গেছে, সে আর এখন বাছা তোমাকে বিবাহ ক’ত্তে চায় না | - সরোজিনী। (স্বগত) কি কথা শুনলেম ?—তিনি আর আমাকে বিবাহ ক'ত্তে চান না ?—ম চতুভূজা! এখনি তুমি আমাকে নেও, এ পাপ পৃথিবীতে আর আমি এক দণ্ডও থাকতে চাইনে । রোষেনারা । (স্বগত) যা শুনলেম, তা যদি সত্যি হয়, তা হ’লে ত বড় ভালই হ’য়েচে, আমি যা ইচ্ছে কচ্ছিলেম, তা তো আপন৷ হতেই ঘটলো! এখন দেপি আমার কপালে কি আছে।