পাতা:সরোজিনী নাটক.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭২ সরোজিনী নাটক । লেম, তা কিছুই সফল হল না। যা হ'কৃ, সরোজিনি ! তোর মুখ আমার কখনই সহ হবে না,—আর, যে সকল লক্ষণ দেখছি, তাতে বোধ হচ্চে,—(চিন্তা )—(পরে প্রকাশ্যে ) দেখ ভাই মোনিয়া, আমার বেশ বোধ হচ্চে, শীঘ্রই যেন কি একটা হুলস্থূল কাণ্ড বেধে উঠবে—আমি অন্ধ নই, চারি দিকের ভাবগতিক দেখে আমার মনে হচ্চে, সরোজিনীর বিপদ আসন্ন, তার সুখের পথে কি একটা কণ্টক পড়েছে—আবার, মহারাজ লক্ষ্মণসিংহকেও সারাদিন বিষগ্ন দেখতে পাই ; এই সব দেখে শুনে ভাই আমার একটু আশা হচ্চে—আমার বোধ হয়, বিধাতা এখন সরোজিনীব উপর তত প্রসন্ন নেই। মোনিয়। তা ভাই কি করে টের পেলে ? বিজয়সিংহের সঙ্গে কথা কয়ে দেখলে তো, সরোজিনীর জন্তেই তিনি ব্যাকুল, তোমার উপরে তো তার আদপে মন নেই। রোষেনারা। তা ভাই যাই হোকৃ, বিজয়সিংহ আমাকে ভাল বামুন আর নাই রাসুন, আমি তাকে—কখনই—হ!— ( অস্তমনে গান ) রাগিণী সিন্ধুভৈরবী –ভাল আড়াঠেকা। "সখি ! সে কি তা জানে । - আমি যে কাতরা তারি বিরহ বাণে ॥ নয়নেরি বারি, নয়নে নিবারি, পাসরিতে নারি সেই জনে ; দেহুে মম আছে প্রাণ, সতত তাঁহারই ধ্যানে ?