পাতা:সরোজিনী নাটক.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գե* সরোজিনী নাটক । চল, ভাই, শালাকে নগরপালের কাছে ধরে নিয়ে যাওয়া যাক্ । (ফতেকে ধরিয়া প্রহার করিতে করিতে লইয়া যাওয়া । ফতে। মুই হ্যাঙ্ক-মুই হ্যান্থ-আঃ —মারিস্নে বাবা-মলাম বাবা-ও চাচাজি !—মলাম চাচাজি । ২য়-রক্ষক। চল শালা-দেখি তোর চাচা কেমন রক্ষ্যে করে। (সকলের প্রস্থান । ) দ্বিতীয় গর্ভাঙ্ক । سمoټچo2مسه লক্ষণসিংহের শিবির। ( রাণা লক্ষণসিংহ ও রাজমহিষীর প্রবেশ।) রাজ-ম। মহারাজ ! আমরা বিজয়সিংহের উপর রাগ ক’রে এখান থেকে চলে যাচ্ছিলেম, খার্নিক দূরে আমরা গিয়েছি, এমন সময়ে বিজয়সিংহের সঙ্গে পথে দেখা হ’ল, তিমি আমাদের ফিরে আস্তে বিস্তর অনুরোধ ক'ল্লেন। তিনি শপৎ ক’রে ব’ল্লেন যে,