পাতা:সরোজিনী নাটক.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b←o সরোজিনী নাটক । রাজ-ম। কি ব’ল্লেন মহারাজ ? আমার সেখানে গিয়ে কাজ নেই? আমার মেয়েকে আমি বিবাহ দেবার জন্তে এখানে আন্‌লেম, আমি কি না তার বিবাহ দেখতে পাব না ? লক্ষণ । মহিষি! তোমার যেন স্মরণ থাকে যে, তুমি এখন চিতোরের রাজ-প্রাসাদের মধ্যে নেই, তুমি এখন সৈন্ত-শিবিরের মধ্যে রয়েছ । রাজ-ম। মহারাজ ! আমি জানি, এখন আমি সৈন্ত-শিবিরের মধ্যেই রয়েছি ; আর, এও আমার ইচ্ছা নয় যে, আমি আপনার মহিষী ব’লে আমার জন্য আপনি কোন শিবির-নিয়মের অন্ঠথা করেন। এখানে একজন সামান্ত সৈনিকের যে অধিকার, তার চেয়ে কিছুমাত্র অধিক আপনার কাছে আমি প্রার্থনা করি নে। কিন্তু যখন প্রধান প্রধান সেনাপতি হ’তে এক জন সামান্ত পদাতিক পৰ্য্যস্ত সকলেই বিবাহ স্থলে উপস্থিত থাকৃতে পারে, সকলেই এই উৎসবে মত্ত হবে, তখন কি না যার কস্তার বিবাহ, সে সেখানে থকৃতে পাবে না ? অার মহারাজ যে ব’ল্ছিলেন, সে সামান্ত মন্দির, সেখানে বসবার উপযুক্ত স্থান নেই,–কিন্তু যেখানে স্বৰ্য্য-বংশারভংস মেওরারের অধীশ্বর থাকৃতে পারেন, সেখানে কি তার মহিষী থাকতে পারে না ? লক্ষ্মণ । দেবি ! তোমায় আমি মিনতি কচ্চি, তুমি আমার এই অনুরোধটা রক্ষা কর। আমি যে তোমাকে এইরূপ অনুরোধ কচ্চি, তার অবশু কোন বিশেষ কারণ আছে।