পাতা:সরোজিনী নাটক.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তৃতীয় অঙ্ক।
৮৫

ক্ষণেই আমি তোমার দাসত্ব মোচন ক’রে দেব। (সরোজিনীর প্রতি) রাজকুমারি! এ অতি সামান্য কথা—এর জন্য তুমি এত ভাবিত হয়েছিলে?


রোষেনারা। (স্বগত) হা! আমার দুঃখ কেউই বুঝলে না। বুঝবেই বা কি ক’রে? যার সঙ্গে আমার শক্র সম্বন্ধ, তার জন্যে আমার মন কেন যে এরূপ হ'ল, তা আমি নিজেই বুঝিনে—তো অন্যে কি বুঝবে? সরোজিনি! আমি এখান থেকে গেলেই বুঝি তুই বাঁচিস? না হ’লে আমার দাসত্ব মোচন করবার জন্যে তোর এত মাথা-ব্যথা কেন? আর, আমি দাসত্ব-দুঃখ ভোগ কচ্চি, এই মনে ক’রে যদি বাস্তবিকই আমার জন্যে বিজয়সিংহের দুঃখ হত, তা হ’লেও আমি খুসি হ'তেম,–কিন্ত তা তো নয়—সরোজিনীর মন রাখবার জন্যেই উনি আমার দাসত্ব মোচন ক’ত্তে চাচ্চেন। হা! আমার আশা ভরসা আর কিছুই নেই।


(রাজমহিষীর প্রবেশ।)

রাজমহিষী। (সরোজিনীর প্রতি) এই যে, এই খানেই এসেছ দেখছি—আমি এতক্ষণ বাছা তোমাকে খুঁজছিলেম।


(ব্যস্ত সমস্ত হইয়া রামদাসের প্রবেশ।)

রাম। মহারাণি! মহারাজ যজ্ঞবেদির সম্মুখে রাজকুমারীকে প্রতীক্ষা কচ্চেন, আর, তাকে সেখানে শীঘ্র নিয়ে যাবার জন্য আমাকে এখানে পাঠিয়ে দিলেন—(অধোমুখে) কিন্ত—কিন্ত যেন—