পাতা:সরোজিনী নাটক.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



৮৬
সরোজিনী নাটক।

রাজমহিষী। কিন্ত আবার কি রামদাস? এখনি তুমি বাছাকে সঙ্গে ক’রে নিয়ে যাও না।

রামদাস। না, তা নয়,—বলি-রাজমহিষি! সেখানে যদি রাজকুমারীকে এখন না পাঠান হয় তো—ভাল হয়।

রাজমহিষী। সে কি রামদাস?—মহারাজ ওকে ডেকে পাঠিয়েছেন, একটু পরেই বিবাহ হবে,—আর আমি ওকে এখন পাঠাব না? এ তোমার কি রকম কথা?

রাম। রাজমহিষ! আমি আপনাকে ব’ল্‌ছি, রাজকুমারীকে সেখানে কখনই যেতে দেবেন না। (বিজয়সিংহের প্রতি) আপনিও দেখবেন, যেন রাজকুমারীকে সেখানে পাঠান না হয়। আপনি বই আর কেউ নেই যে ও কে রক্ষা করে।

বিজয়। কি!—রক্ষা?—রক্ষা আবার কি? কার অত্যাচার হ’তে রক্ষা ক’ত্তে হবে?

রাজমহিষী। এ কি কথা রামদাস? তোর কথা শুনে আমার গা কাঁপচে,—বল রামদাস! পষ্ঠ ক'রে বল্‌।

রামদাস। রাজকুমার! যার অত্যাচার হ’তে রক্ষা কত্তে হবে, তার নাম ক’ত্তেও আমার হৃদয় বিদীর্ণ হ’চ্চে—আমি যতক্ষণ পেরেছি, তার গোপনীয় কথা প্রকাশ করি নি–কিন্তু এখন অসি, রজ্জু, অগ্নিকুণ্ড, হাড়কাঠ, সকলি প্রস্তূত দেখে, আর আমি প্রকাশ না ক’রে থাকতে পাচ্চি নে –

বিজয়। যেই হোক না, শীঘ্র তার নাম কর, রামদাস, তাতে