পাতা:সরোজিনী নাটক.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । , b Ꮔ কিছুমাত্র ভয় ক’র না। আজ যজ্ঞে শতসহস্র ছাগ বলিদান হবে ব’লেই তো হাড়কাট প্রভৃতি প্রস্তুত হয়েছে, তাতে তোমার ভয়ের কারণ কি ? রামদাস। কি ব’ল্লেন ?—শত সহস্র ছাগ বলিদান ?—সে যাই হোক, রাজকুমার! আপনি রাজকুমারীর ভাবী পতি ; আর রাজমহিষী তার জননী ; আমি আপনাদের দুজনকেই এই কথা ব’লে যাচ্চি—সাবধান ! রাজকুমারীকে মহারাজের কাছে কখনই যেতে দেবেন না । রাজমহিষী। ও কি কথা রামদাস ? মহারাজকে আবার ভয় কি ? বিজয়। রামদাস! সমস্ত কথা আমাদের কাছে খুলে বল, বলতে কিছুমাত্র ভয় ক’র না। রামদাস। কি আর ব’ল্ব ?—আর কত স্পষ্ট ক'রে ব’ল্ব ?— আজ তে শতসহস্র ছাগ বলিদান হবে না—মোজ-মহারাজ— রাজকুমারীকেই— বিজয় । কি ! মহারাজ রাজকুমারীকেই ?— সরোজিনী। কি ! আমার পিতা । রাজমহিষী। কি ব’ল্লে –মহারাজ র্তার আপনার কন্যাকে ?— আমার সরোজিনীকে—আমার হৃদয়-রত্বকে—আমার—ও:- মা— (মুচ্ছিত হইয়া পতন ) সরোজিনী। এ কি হ’ল ?—এ কি হ’ল ?—মায়ের আমার কি