পাতা:সরোজিনী নাটক.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

レ・レ・ সরোজিনী নাটক । হ’ল ?—মা ! এ কি হ’ল মা ?—ওঠ মা !—একি হ’ল ?—রামদাসের কথা সব মিথ্যে, পিতা আমায় মারবেন কেন মা ? আমি তো কোন দোষ করিনি—ওঠ মা! আমি তোমায় ব’ল্চি রামদাসের কথা কখনই সত্যি না । (বিজয়ের প্রতি ) রাজকুমার! কি হবে ? এখনি পিতাকে খবর দিন,—আমার বড় ভয় হচ্চে। (ব্যজন ) বিজয়। রাজকুমারি ! ভয় নাই, এখনি চেতন হবে। রোষেনারা! তুমিও ঐ দিক থেকে বাতাস দাও তো—(স্বগত) একি বিভ্রাট ! রোষেনারা । (ব্যঞ্জন করিতে করিতে স্বগত) অ ! আমার কি সৌভাগ্য! বিজয়সিংহ আমাকে আজ নাম ধ’রে ডেকেছেন, ভাগ্যি এই বিপদ হয়েছিল। প্রণয়! তুই আমার হৃদয়ে কি ভয়ানক বিষ ঢেলে দিয়েচিস্ ; যখন আর সকলেই এই বিপদে কাদচে, তখন কি না আমিই মনে মনে হাসচি—জানিনে সরোজিনীর দুঃখে কেন আমি এত সুখী হই । বিজয়। রামদাস! তুমি কেন বল দিকি একটা মিথ্যা কথা বলে এই বিভ্রাট উপস্থিত ক’ল্লে ? এ কি কখন সম্ভব ? একথা কি বিশ্বাস যোগ্য ? রামদাস। রাজকুমার, অামি জানতেম যে, এই ভয়ানক সংবাদ দিলেই একটা বিভ্রাট উপস্থিত হবে—কিন্তু কি করি ?—এ কথা না বল্পেও দেখলেম রাজকুমারীর রক্ষার উপায় হয় না-ভাই আমি ব'ল্লেম—রাজকুমার ; আমি মিথ্যা কথা বলি নি, আমি ভগবানকে