পাতা:সানাই-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সানাই যদি সত্য হত— যদি বলিতাম কিছু, শুনিত সে মাথা করি নিচু, কিংবা যদি সুতীব্ৰ চাহনি বিদ্যুৎবাহনী কটাক্ষে হানিত মুখে রক্ত মোর আলোড়িয়া বুকে, কিংবা যদি চলে যেত অঞ্চল সংবরি শুষ্কপত্রপরিকীর্ণ বনপথ সচকিত করি, আমি রহিতাম চেয়ে হেসে উঠিতাম গেয়ে— ‘চলে গেলে হে রূপসী, মুখখানি ঢেকে, বঞ্চিত কর নি মোরে, পিছনে গিয়েছ কিছু রেখে ।” হায় রে, হয় নি কিছু বলা, হয় নি ছায়ার পথে ছায়াসম চলা, হয়তো সে শিলাতল-'পরে এখনো পড়িছে কাব্য গুনগুনৃ স্বরে । 〉》や