পাতা:সানাই-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।


প্রথম ছত্রের সূচী
অধরা মাধুরী ধরা পড়িয়াছে ২৮
আকাশে ঈশানকোণে মসীপুঞ্জ মেঘ ৯৮
আছ এ মনের কোন্‌ সীমানায় ৪৬
আজি আষাঢ়ের মেঘলা আকাশে ১১১
আজি এই মেঘমুক্ত সকালের স্নিগ্ধ নিরালায় ৩৯
আমার প্রিয়ার সচল ছায়াছবি ৩৮
আলোকের আভা তার অলকের চুলে ১১৪
উদাস হাওয়ার পথে পথে ৩১
এ চিকন তব লাবণ্য যবে দেখি ২৩
এ ধূসর জীবনের গোধূলি ২৬
এসেছিনু দ্বারে ঘনবর্ষণ রাতে ৩৭
এসেছিলে তবু আস নাই, তাই ৬৪
ওগো আমার প্রাণের কর্ণধার ১৩
ওগো, মোর নাহি যে বাণী ৯২
কাঁঠালের ভূতি-পচা, আমানি, মাছের যত আঁশ ৯৩
কেন মনে হয় ৭৭
কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা ৫০
কোন্‌ ভাঙনের পথে এলে ৮২
চির-অধীরার বিরহ-আবেগ ৫২
জাগায়ো না, ওরে জাগায়ো না ২৯
জানি আমি, ছোটো আমার ঠাঁই ১২১
জানি দিন অবসান হবে ১২৩
জ্বেলে দিয়ে যাও সন্ধ্যাপ্রদীপ ৫১
ডমরুতে নটরাজ বাজালেন তাণ্ডবে যে তাল ১৭
তব দক্ষিন হাতের পরশ ৮১