পাতা:সানাই-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিচয় কখনো বা বিকেলবেলায় ট্রামে চ’ড়ে হঠাৎ মনে উঠত গুনগুনিয়ে অকারণে একটি তোমার শ্লোক । অচিন কবি, তোমার কথার ফঁাকে ফঁাকে দেখা যেত একটি ছায়াছবি— স্বপ্নঘোড়ায়-চড়া তুমি খুজতে বেরিয়েছ তোমার মানসীকে সীমাবিহীন তেপান্তরে, রাজপুত্র তুমি যে রূপ-কথার । আয়নাখানার সামনে সেদিন চুল বাধবার বেলায় মনে যদি ক’রে থাকি সে রাজকন্তা আমিই, হেসো না তাই ব’লে । তোমার সঙ্গে দেখা হবার আগে-ভাগেই ছু ইয়েছিলে রুপোর কাঠি, জাগিয়েছিলে ঘুমন্ত এই প্রাণ । সেই বয়সে আমার মতো অনেক মেয়ে ঐ কথাটাই ভেবেছিল মনে ; তোমায় তারা বারে বারে পত্র লিখেছিল, কেবল তোমার দেয় নি ঠিকানাটা । হায় রে খেয়াল ! খেয়াল এ কোন পাগলা বসন্তের ; ঐ খেয়ালের কুয়াশাতে আবছা হয়ে যেত ఆS