পাতা:সানাই-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সানাই ভোগের অতীত মূল সুরে নগ্নতা করেছে শুচি দিয়ে তারে ভুবনমোহিনী শুভ্ররুচি। পুরুষের অনন্ত বেদন t মর্তের মদিরা-মাঝে স্বর্গের সুধারে অন্বেষণ । তারি চিহ্ন যেখানে-সেখানে কাব্যে গানে, ছবিতে মূর্তিতে, দেবালয়ে দেবীর স্তুতিতে । কালে কালে দেশে দেশে শিল্পস্বপ্নে দেখে রূপখানি, নাহি তাহে প্রত্যহের গ্রানি । তুর্বলতা নাহি তাহে, নাহি ক্লাস্তি— н টানি লয়ে বিশ্বের সকল কান্তি আদিম্বৰ্গলোক হতে, নির্বাসিত পুরুষের মন রূপ আর আরাপের ঘটায় মিলন । উদ্ভাসিত ছিলে তুমি, অয়ি নারী, অপূর্ব আলোকে সেই পূর্ণ লোকে— । সেই ছবি আনিতেছ ধ্যান ভরি বিচ্ছেদের মহিমায় বিরহীর নিত্য সহচরী। আলমোড়া ১৮ মে ১৯৩৭ 업는