পাতা:সানাই-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনসূয়। কাঠালের ভুতি-পচা, আমানি, মাছের যত আঁশ, রান্নাঘরের পাশ, মরা বিড়ালের দেহ, পেকো নর্দমায় বীভৎস মাছির দল ঐকতান-বাদন জমায় । শেষরাত্রে মাতাল বাসায় স্ত্রীকে মারে, গালি দেয় গদগদ ভাষায়, ঘুমভাঙা পাশের বাড়িতে পাড়াপ্রতিবেশী থাকে হুংকার ছাড়িতে । ভদ্রতার বোধ যায় চলে, মনে হয় নরহত্যা পাপ নয় ব’লে । কুকুরটা, সর্ব অঙ্গে ক্ষত, · বিছানায় শোয় এসে, আমি নিদ্রাগত। নিজেরে জানান দেয় তীব্ৰকণ্ঠে আত্মশ্লাঘী সতী রণচণ্ডা চণ্ডী মূর্তিমতী । মোটা সি ফুরের রেখা আঁকা, হাতে মোটা শাখা, শাড়ি লাল-পেড়ে, খাটাে খোপা-পিণ্ডটুকু ছেড়ে ঘোমটার প্রান্ত ওঠে টাকের সীমায়— অস্থির সমস্ত পাড়া এ মেয়ের সতী-মহিমায় । ○○