পাতা:সানাই-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সানাই ফুলমধু লয় হরি নিভৃত ভাণ্ডার ভরি ভরি মালতীর স্মিত সম্মতিতে। ছিল সে গাথিতে নতশিরে পুষ্পহার সদ্য-তোলা কুঁড়ি মল্লিকার । বলেছিহ, আমি দেবী ছন্দের গাথুনি কথা চুনি চুনি । অয়ি মালবিকা, অভিসারযাত্রাপথে কখনো বহ নি দীপশিখা ৷ অধবিগুষ্ঠিত ছিলে কাব্যে শুধু ইঙ্গিত-আড়ালে, নিঃশবদে চরণ বাড়ালে হৃদয়প্রাঙ্গণে আজি অস্পষ্ট আলোকে— বিস্মিত চাহনিখানি বিস্ফারিত কালো দুটি চোখে, বহু মৌনী শতাব্দীর মাঝে দেখিলাম— প্রিয় নাম \ প্রথম শুনিলে বুঝি কবিকণ্ঠস্বরে দুর যুগান্তরে। বোধ হল, তুলে ধ’রে ডালা মোর হাতে দিলে তব আধফোটা মল্লিকার মালা । সুকুমার অঙ্গুলির ভঙ্গিটুকু মনে ধ্যান ক’রে ছবি অঁাকিলাম বসে চৈত্রের প্রহরে । సెఱ