পাতা:সানাই-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ অভিসার আকাশে ঈশানকোণে মসীপুঞ্জ মেঘ। আসন্ন ঝড়ের বেগ স্তব্ধ রহে অরণ্যের ডালে ডালে যেন সে বাদুড় পালে পালে । নিষ্কম্প পল্লবঘন মৌনরাশি শিকার-প্রত্যাশী বাঘের মতন আছে থাবা পেতে, রন্ধহীন আঁধারেতে । বfাকে বাক e উড়িয়া চলেছে কাক আতঙ্ক বহন করি উদবিগ্ন ডানার পরে । যেন কোন ভেঙে-পড়া লোকান্তরে ছিন্ন ছিন্ন রাত্রিখণ্ড চলিয়াছে উড়ে উচ্ছ.খল ব্যর্থতার শূন্যতল জুড়ে। ভূর্যোগের ভূমিকায় তুমি আজ কোথা হতে এলে এলোচুলে অতীতের বনগন্ধ মেলে। জন্মের আরম্ভপ্রান্তে আর-একদিন এসেছিলে আমান নবীন Sb