পাতা:সারধর্ম্ম-রাজনারায়ণ বসু.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় প্রস্তাব । দ্বিতীয় প্রস্তাবে আমরা প্রতিপন্ন করিয়াছি ষে, সকল ধৰ্ম্ম সম্প্রদায় অপেক্ষ ব্রাহ্মকু সার ধৰ্ম্মের প্রতি অধিক দৃষ্টি রাখিয়া ধৰ্ম্মপ্রচার কঞ্জিতেছেন ; কিন্তু কতকগুলি বিশেষ নিয়ম পালন না করিলে এই কাৰ্য্য সম্যক রূপে সম্পাদিত হইবে না । -সে নিয়ম গুলি কি, নিয়ে বিবৃত হইতেছে। প্রথমতঃ ধৰ্ম্ম প্রচার কারে অন্য কোন ধৰ্ম্মকে আক্রমণ করা উচিত হয় না । পার্কার বলিয়াছেন যে, অনেক অসভ্য অজ্ঞান লোক নরবলির শোণিতাক্ত হস্ত লইয়া স্বর্গে যাইবে, কিন্তু কপট খ্ৰীষ্টীয়ানের স্বর্গে যাইতে পারবে না । ঈশ্বর তাহার উপাসকের লক্ষ্য দেখেন, সে অন্তরের সহিত উপসনা করিতেছে কি না তিনি কেবল এইমাত্র দেখেন, উপাসক তদণত-চিন্তু ও তদগত-প্রাণ হইলে তিনি তাহার ঈশ্বরজ্ঞান ও উপাসনা-প্রণালী ধরেন না। যখন ঋজুকুটিল পুথ দ্বারা সকলেই সেই সঞ্চলের গম্যস্থান ঈশ্বরের দিকে যাইতেছে এবুং মখন প্রত্যেক ধৰ্ম্মাবলুসী স্বীয় স্বীয় ধৰ্ম্ম যাজন । করিলেই শীঘ্র অথবা গোঁণে হউক তাহাকে প্রাপ্ত হইবুেই । হইবে, এবং যখন পৃথিবীতে চিরকাল ধৰ্ম্মৰিষয়ক মতবিভেদ থাকুিৰেই থাকিবে, ধৰ্ম্ম বিষয়ে মতবিভেদ কোন মতে উঠাইবার জোঁ নাই, তখন অন্য প্লেকের মত । আক্রমণ করা-উচিত হয় না। এক্ষণে, কেল লোকের সম্পত্তি অথবা শরীর আক্রমণ করালোকে সুষ্ঠায় মনে করে, যখন লোকে অন্য লোকের ধৰ্ম্ম মতকে আক্রমণ