পাতা:সারধর্ম্ম-রাজনারায়ণ বসু.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృశి সারধৰ্ম্ম । করা সেইরূপ বিগর্হিত 'কাৰ্য্য মনে করিবে, তখন পৃথিবী সভ্যতার উচ্চতম শিখরে আরোহণ করিবে । যেমন এক্ষণে কাহার শরীরের গঠন অথবা চরিত্র বিষয়ে কটাক্ষ করা অভদ্রতার চিহ্ন বলিয়া লোকে জ্ঞান করে,সেইরূপ যখন অন্য লোকের ধৰ্ম্মমতের প্রতি কথোপকথন অথবা লেখায় কটাক্ষ করা লোকে অভদ্রতার চিহ্ন জ্ঞান করবে, তখন মনুষ্য ভদ্রতা ও শিষ্টাচারের চরম সীমায় উপনীত হইবে। এখনই কথোপকথনের সময় এইরূপ শিষ্টাচার আরম্ভ হইয়াছে। প্রত্যেক ব্রাহ্মসমাজের টু ষ্টউডে লেখা আছে যে, বেদীতে বসিয়া কখন কোন ধৰ্ম্মের নির্ণi"করিবে না । আমরা সমাজের চতুঃপার্শ্বস্থ প্রাচীরের মধ্যে বসিয়া যাহা করি না, তাহ বাড়িরেও করা উচিত হয় না। ধৰ্ম্ম নিন্দ ব্রাহ্মের পক্ষে বড় বিগর্হিত কাৰ্য্য। এখানে জিজ্ঞাস্য হইতে পারে যে, অন্য ধৰ্ম্ম না আক্রমণ করিয়া ব্রাহ্ম ধৰ্ম্ম কি প্রকারে প্রচারিত হইতে পারে ? তাহার উত্তর এই যে, ব্রাহ্মধৰ্ম্ম কোন ধৰ্ম্মকে আক্রমণ না করিয়া কেবল উপাসনা এবং আপনার বিশুদ্ধ ও উৎকৃষ্ট মত ব্যাখ্যা থার অর্থাৎ বাহ্মধৰ্ম্মের ' সৌন্দৰ্য্য প্রদর্শন দ্বারা ধৰ্ম্ম প্রচার করিবেন। ব্রাহ্মেরা এক্ষণে সেই প্রণালী কিয়ৎপরিমাণে অবলম্বন করিয়াছেন, সম্যক্ পরিমাণে করিলে ভাল হয় । o শূন্য ধৰ্ম্মক আক্রমণ করা উচিত হয় না বলিয়া যে, - মৈত্র ধৰ্ম্মত সমর্থন করিবে না। এমত নহে । বিধিমতে সৌজন্য প্রদর্শন পূৰ্ব্বক নিজের ধৰ্ম্মমত উষ্ণতাহীন যুক্তি দ্বারা অবশ্য সমর্থন করা কর্তব্য। সভ্য-জগতে এক্ষণে