পাতা:সারধর্ম্ম-রাজনারায়ণ বসু.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সারধৰ্ম্ম । s్వ কৰ্ত্তব্য এমত নহে ; সকল ধৰ্ম্মাবলম্বীদিগের মধ্যে পরস্পর সন্তাবের সঞ্চার যtহাতে হয়, তাহাদিগের তাহাও করা কৰ্ত্তব্য । “Strengthening the bonds"of union between men of all religious persuasions and creedঃ”, তাহাদিগের কৰ্ত্তব্য যে একটা বিশেষ ধৰ্ম্মাবলম্বীকে বুঝাইয় দেন যে, সে ধৰ্ম্মের সহিত অন্যান্য ধৰ্ম্মের কি বিষয়ে ঐক্য আছে । ভারতবুৰীয় ব্রহ্ম সমাজের যাহা কিছু দোষ ও ভ্রম থাকুক না কেন, তাহাদিগকে এই বিষয়ে বিশেষ প্রশংসা করিতে হইবে । অন্যান্য ব্রাহ্মসমাজ এ বিষয়ে তাহাদিগের ভ্রম .ও দোষ পরিহার পূর্বক ব্রাহ্মদিগের এই মহান কৰ্ত্তব্য সাধন করিতে পারেন । মনুষ্য কখন স্থির হইয়া থাকিতে পারে না। হয় এগোবে, নয় পেছোবে। যদি ব্রাহ্মেরা এই সকল নিয়মাস্তু সারে কার্য্যে ক্রমোক্ষতি প্রদর্শন না করেন, তাহা হইলে সে সম্বন্ধে তাহাদিগকে পশ্চাৎগামী হইতে হইবে। যদি পশ্চাৎ গামী হয়েন, তাহ হইলে ভবিষ্যতে এমন একজন ব্রাহ্মধৰ্ম্ম ‘সংস্কারকেরু উদয় (ব্রাহ্মকৰ্ম্ম যে অন্যান্য ধৰ্ম্মের ন্যায় সংস্কারাধীন ৰহে, এমত বলা যাইতে পারে না) অবশ্যক হইবে, যিনি সকল ব্রাক্ল দল হইতে द्रुाक निक्ीघ्न कब्रिग्न ७मन এক প্রচারক-দুল-স্থষ্টি করিবেন, ধৰ্ম্ম ও ধৰ্ম্মমতের মধ্যে লোককে প্রভেদ দেখইয়া এবং সার ধৰ্ম্মের প্রতি খুকুন্ত । দৃষ্টি রাধিবার .ক্লাবশ্যকতা তাহাদিগঞ্জে বুকাই কেবল্প ঈশ্বর-প্রেম ও মনুষ্য-প্রেম প্রচার করিয়া এবং সকল ধৰ্ম্মারলক্ষ্মীদিগের মধ্যে সদ্ভাব সঞ্চার করিয়ু পৃথিবীতে ধৰ্ম্ম বিষয়ে