পাতা:সাহানামা.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহানামা ৭৫ গেল, অজগর পুনৰ্ব্বার বাহির হইল তদ্‌ষ্টে ঘোটক পুনরায় চিৎকার করিবাতে রোস্তম জাগুত হইয়া চতুদিকে দৃষ্টি করা কিছু দেখিতে নাপাইয়া রাগ হই ঘোড়ার প্রতি কহিল পুনঃ পুনঃ অকারণে কেন আমার নিদুভিক্ত করিস্থ যদি আর অকারণে আমাকে জাগাইস তবে ভোর মন্তক ছেদন করিয়া পদব্রজে মজে দয়ানে যাইব ইহা কহিয়৷ নিদ্রাগেল ষোড যে স্থানে চরিতেছিল সেস্থল ইহতে রোস্তমের নিকট দাভাইয়া রছিল, অঙ্গাগর ক্ষণেক কাল পরে ঘোটকের নিকট অসিতে লাগিল যখন অতি নিকট হইল তখন ঘোড। অতি চিৎকার করিয়া অজাগরকে মারিতে চলিল ঐ শব্দে রোন্তম উঠিয়া দেখিল যে অশ্বের নিকটে এক বৃহৎ অঙ্গাগর রহিয়াছে তখন রোন্তম ভলওয়ার বাহির করিয়া আ জাগরের উপরে এক আঘাত করল তাহাতে অঙ্গাগরের কিছু হইম্বল পুনবার মারিতে গেলে অজগর বদন বিস্তার করিয়া রোন্তম কে গ্রাস করিতে অইল, ঐ ঘোটক ভাহ দেখিয় তা জাগরের পুচ্ছে কমিডিয়া টানিতে লাগিল, তখন অজগর ঘোড়ার দিগে ফিরিল সেই সময়ে রোন্তম অজাগরের মস্তকে তলও য়ার মারিয়া দুই খণ্ড করিল, তখন রোস্তম অঙ্গাগরের শরীর দেখিয়া বিস্ময়াপন্ন হইরা ঈশ্বরকে প্ৰণাম করত ন্যবাদ ও স্তব করিয়া পরে সরোবরে হস্তাদি ধৌত করিয়া অঙ্গাগরের শরীর মাপ করিলেন, সন্তরী গজ দীর্ঘ তাহারি উপযুক্ত - 尊.數 , - «★ হল দ্বিতীয় দিবসীয় পথের বিররণ সমাপ্ত হইল ॥. তৃতীয় দিবশের বিবরণ । - ভূক্তীয় দিবস প্রাতে ঘোটকারোহণে অনেক দূর গিয়া