পাতা:সাহানামা.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহানামা *)') ; দিয়া কছিলেন তোমার কোন চিন্তানই পরে রোস্তম আপন শিবিরে আসিয়া আপন ভ্রাতা জওয়ারাকে কহিল এ যোদ্ধা কে অদ্য বিধিমতে বুঝিয়াছি আমাহইতে বলবান ক্যযুদ্ধে ঈশ্বর ইচ্ছায় যদি বিপরীত হয় তবে স্তমি ইহার সঙ্গে যুদ্ধ নাকরিয়া আপন দেশ জাবলে যাত্রা করিব। যদি ঈশ্বর মত। স্তর করেণ তবে ইরানে ওস্তুরানে এমত যোদ্ধা কেহ নাই মে ইহাকে পরাজয় করে:ওখানে ছোহরাব আপন শিবিরেগিয়া হোমানকেডাকিয়া কহিল এই বৃদ্ধ যোদ্ধা যাহার সঙ্গে আমি অদ্য যুদ্ধ করিয়াছি আমার বোধ হয় এই রোস্তম, আমার মাতা রোস্তমের যে২ চিকু কহিয়াছিলেন সে সকল চিন্তু এই পুরুষ দেখিতেছি বোধ করি আমার পিতা ইনি হইৰেন; হোমান কহিল আমি তাঙ্কাকে উত্তম কপে জানি অনেকবার দেখিয়াছি এ রোস্তম নহে ॥ রোস্তমের ছোহরাবের যুদ্ধ ॥ পর দিবস প্রাতে দুইজনে রণস্থলে একত্র হইলেন ছোহ রাবেৰ মন রোন্তমকে দেখিয়া তাহার মাতা যেই চিকু রোম্ভ মের কহিয়াছিল তাহা স্মরণ করিয়া চঞ্চল চিত্ত হইয়া প্রণয় করিবার বাঞ্চছা হইল, তখন ছোহরাব হাস্য করিয়া রোস্তমকে কহিল রাত্রে কেমন ছিলে আর অদ্য যুদ্ধ বিষয়ে কি বিবচনা করিডেছ আমার মানস তোমায় জামায় পূীতিকরি জীর উত্তয়ে অন্ত্র সন্ত্র পরিত্যাগ করিয়া একত্র বসিয়1মদ্য পান করি আর ২ মেনাদিগের ও সেনাপতিদিগের যুদ্ধের বাঞ্ছা থাকে উভয় দলে যুদ্ধ করুক আমরা কৌস্তক দেখি আর আপনকার নাম অনেককে জিজ্ঞাসা করিলাম কেহ কহি