পাতা:সাহানামা.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

?○。 সাহানাম ছিয়াওসের চিন দেশে বাস ॥ - ছিয়াওস চিন দেশে উপস্থিত হইয়া তথাকার জল বণর মনোনীত না হওয়াতে নানা দেশে লোক পাঠাইল যে ৰে স্থানে জলবায় উত্তম এবং রম্য স্থান হইবে অনুসন্ধান করিয়া আইলে সেই স্থানে গিয়াবাস করিবেন। কিছদিন পরে এক জন আসিয়া কহিল গঙ্গার তীরে অতি রম্য স্থান এবং শীতল বায়, আর অতি সুমিষ্ট জল শীত গ্রীষ্ম সেখানে সমান ও বারমাস বসন্তকাল বোধ হয়, আর সে দেশের অনুষ্য প্রায় পীডিত নাই ইহা শুনিয়া সেই স্থানে গিয়া এক দুর্গ ও মনে রম্য অট্টালিকা নিৰ্ম্মাণ করিয়া মান দেশ হইতে চিত্রকর দিগকে আনাইয়া কাউছ, কোবাদ, পসঙ্ক, আফরাছিয়াব, ছাম, নরিমান; জলি, রোন্তম, গোদরজ, গেও,জুছ, প্রভূতি বাদসাহ ও সেনাপতিদিগের প্রতিমূৰ্ত্তি লেখাইলেন। কিছু দিন পরে জাফরাছিয়াৰ এক পত্র লিখির তাহার আর এক জামাতা করছেওজ নামক একজন প্রধান ছিল ডাহাকে ছিয়াওসের নিকটে পাঠাইল; সে পৱে লিখিল যে তোমার প্রথমাস্ত্রী গোলচেহরা পিরান ওয়াছার কন্যা গন্তুবতী ছিল তাহাকে সঙ্কেন লইয়। অামার এখানে রাখিয়া গিয়াছিলে তাহার একপুঞ্জ জন্সিয়াছে তাহার মাম ফক্লদ ছিয়াওস আমি রাখিয়াছি, অনেক উপটৌকন সহিত এইপৰুলইয়াকরছে ওজ ছিয়াওসের নিকটে পৌঁছিলে তাহাকে আনয়ন জন্য ছিয়াওস আপনি অগ্রসর লাগিয়া আপনার সভাস্থ প্রধান দিগকে পাঠাইয়াৰাটিতে আনিয়া অনেক সমাদার করিল ,