পাতা:সাহানামা.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহানাম o 88ר করখেছিয়োর অনুসন্ধানে চলিল, করখেছিরো ও গেও জয় ছন নদীর তীরে পৌঁছিয়া খেয়াঘাটের দানিকে কছিল আমার দিগকে পার করিয়াদেও, লে কহিল বাদসাহর আজ্ঞাপত্রদেম গেও কহিল তাহ খোয়া গিয়াঙ্কে দানি কহিল যদি তোমার দিগের এই ষোটক দেণ্ড ভৰে পার করিয়া দিব, গেণ্ড কছিল এলাহাজাদার ষোটক এই ঘোটক তোমাকে দিলে আমরা চলিয়া কি প্রকারে বাইৰ, পরে দানি কছিল তোমারদিগের এই দাসীকে দেও; গেও কহিল এ দাসী নহে এই সাহজাদার মাতাতোমাকে অনেক টাকা ও নানা রত্ব দিব পার করিয়া দেহ, ঐ দানি কহিল আমি যাহা চাহি তাহ নাজিলে পার - করিবন সম্ভরণ দ্বারা নদী পার হইয়া যাওঁ: গেও কয়খেছি, রোকে কহিল আফরাক্তিয়াব আমাক্লদিগকে ধরিবারনিমিত্তে অতি শীঘু আদিৰে ইহার সন্দেহ নাই এখানে বিলম্ব করা অকন্তব্য অতএব শীঘ্ৰ ঈশ্বরকে ধ্যান করিয়া ঘোটক জলে ফেলিয়া সম্ভৱণ করিয়া চল ঈশ্বর কুলে অবশ্য স্তলিৰেন; তোমার পূর্ব পুৰুষ ফরেন দজলা নাম সমুদ্র স্বল্য নদী; সেই নদীতে পডিয়া সম্ভরণ দ্বারা দজলা পার হইয়া আসিয়া জোহাককে মারিয়া পৃথিবীর বাদসাহ হইয়াছিল। কয়খে। ছরো এইকথা শুনিয়া ঈশ্বরকে সমরণ করিয়া ঘোটক সহিত অশ্বাৰূঢ় হইয়া জয়হুন নদী পরিহইয়া চলিল, ঈশ্বর ইচ্ছায় অতিশীয় সেই প্রসয় নদী উত্তীর্ণ হইয়া তিনজন কুলে উখিত হইল ভদর্শনে দানি প্রভৃতি সকলে দেখিয়া বিশ্বয়াপন্ন হইল কয়খেছিরো ক্ষণেককাল নদীতীরে থাকিয়া বস্ত্ৰাদি শুষ্ক কৃৱিয় ইরানে যাইবার উপক্ৰম করিতেছেন ইতোমধ্যে