পাতা:সাহানামা.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

劇 সাহানামা । ❖ፃ፰ শাৎ নিপাত করিয় রণমও হইয়া আপনসৈন্য গণকে কহিল তোমরা আমর পৃষ্ঠদেশ রক্ষার নিমিত্তে আমার পশ্চাৎআই সই আমি খাকান চিনকে ধরি ইহা কহিয়া তুরানের সেনার মধ্যে প্রবেশ করিয়া অনেক সেনা স*হার করিল, তাহা দেখিয়া খাকান রোন্তমকে কহিয়া পাঠাইল যে আপনি কি নিমিত্তে এত লোক নষ্ট করিতেছ আমার সঙ্গে সন্ধিকর । রোস্তম কহিল খাকান যদি আপন তাজ ও তক্ত দেয় তবে তাহার প্রাণ দান দিব নন্তব! এইক্ষণে তাহাকে রণসুমে শয়ন করাইব, খাকান ইহা শুনিয়া রাগন্নিত হইয়া উত্তম এক শ্বেক হস্তিতে আরূঢ় হইয়া যুদ্ধে আইল এবআপনার সেনা সমূহকে কহিল রোস্তমের প্রতি তীর বর্ষণ কর, রোস্তম সেই সকল ভীরের আঘাত সহ্য করিয়া অতি শীঘু খাকানের নিকটে গিয়া পাশাস্ত্র নিক্ষেপকরিয়া খাকানকে বান্ধিয়া হস্তি হইতে ভূমে'ফেলিল। রোস্তমের সঙ্গে যাহারা ছিল তাহারা খাকা নের দই হন্ত বন্ধন করিয়া টানিয়া তুছের নিকটে আনিল, খাকান চিনের লস্কর ও তুরানের সৈন্য তাহদেখিয়া পলায়ন করিল বেল। অবসান হইয়াছিল এ জন্য সকলে আপন ২ শিবিরে প্রবেশ করিল যখন রাত্রী ঘোর অন্ধকার হইলতখন জুরানের সৈন্যরা শিবির ত্যাগ করিয়া পলায়ন করিল। পর দিবস প্রাতে ইরানিরা দেখিল যেত্বরানিরা পালাইয়াগিয়াছে তাহারদিগের শিবির অন্নেষণ করিয়া অনেক ধন সম্পত্তি প্রাপ্ত হইয়া করখেছিরোর নিকটে পাঠাইল; করখেছিরো তাহু দেখিয়া সন্তুষ্ট হইয়া ধন সকল সরদার ও সেফাহিদি, গকে অৎস করিয়া দিলেন। রোস্তম জাফরাছিয়াবের সঙ্কে