পাতা:সাহানামা.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১২ সাহানাম আমার পিতাও ভাত সত্ত্বরের সেনা থাকে তাহাকেও নষ্ট করিতে হয় সেপাহির এইধক্ষ, আমি এখন করখেtছরের অধিন তুমি তাহার সত্ৰ,বিশেষতঃ ভূমি অতি দুরাত্মা আপন সহোদর আগরিরছ ও ছিয়াওস তোমার জামাতা এইদুই জনকে তুমি বিনা অপরাধে বধ করিয়াছে; কয়খোছরের পিতা ছিয়াওস যেই কয়খোছরের আজ্ঞায় তাহার পিতৃসত্ৰ তুমি তোমার মাথা কাটিতে আসিয়াছি। এই সকল দুৰ্ব্বাক্য শ্ৰবণে আফরাছিয়াব রাগন্নিতহইয়া বরভুকে একতির মারিল সে তাঁর বরঞ্জুর সরিরে প্রবেশ করিল বরদু তীরখাইয়। গদা লইয়া আফরাছিয়াবকে মারিতে চলিল তাহা দেখিয়া অাষরাfছয়াৰ এক স্থানে নাথাকিয় চারিদিগে ভ্ৰমণ করিয়া তির মারিতে লাগিল, তখন বরদুও তির নিক্ষেপ করিতে আরম্ভ করিল অফরাছিয়াবের তির শেষ হইল তখন গদা লইয়। ধাবমানহইল তাহ দেখিয়া হোমান কহিল হে বাদসাহ ভূমি গদা যুদ্ধে বরদুকে পাপ্লিবেন ? বরঞ্জু অতি বলবান অনা আসে তোমাকে নষ্ট করিবে; আর বরদু তোমার সম যোগ্য নহে ইহার সঙ্গে তোমার যুদ্ধ করাযুক্তি বিরুদ্ধ; যে হেন্ত তুমি ইহাকে মারিলে একজন নিষ্ঠামি সামণ্য সেপাহিকে মারিবা মাত্র । ঈশ্বর এমন নাকরুণ যদি বরঙ্গুতোমাকে মারে তৰে তুরানের দেশ ও বাদসাহি সমজুম হইৰেক । কয়খেছিরো । তোমার সমযোগ্য তাম্বার সহিত যুদ্ধ হইলে আমি বারণ করিতাম না, জাফরাছিয়াব কছিল এ কথা যথার্থ কিন্তু বরঙ্গু এখন কয়খোছরে অপিক্ষ আমার প্রবলসৰু হইয়াছে কারণ ইহাকে আমি বন হইত্তে আনিয়া প্রতিপালন করিয়। একজন