পাতা:সাহানামা.djvu/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o সাহানাম৷ - 之8° কহিয়াছিলেন তাহাকে আমি মারিয়া তাহারলুইটা দম্ভ জমাপ লাকে দেখাইবার নিমিত্তে আনিয়াছি, কয়ছর তাহা দেখিয়া অতি বিস্ময়াপন্ন হইয়। তৎখনত সেই পৰ্ব্বতে গিয়া দেখিল যে সেই বৃহদ অজগর দুইখগু হইয়া পডিয়া রহিয়াছে, আহ রণকে কহিল এই অজাগরকে তুমি কাটিয়াছ ? সে কহিল আমি কাটিয়াছি, কয়ছরকহিল দোহাই ঈশ্বরের আমি কহিতেছি এ কহ্ম তোমাহইতে কখনই হয়নাই এ কোন দৈত্যর কহ্ম অথবা কয় ব•সিয় কোন ব্যক্তি মারিয়াছে জাহইউক কে মারিয়াছে তাহ প্রকাশ হয় নাই, ভূমিকহিতেছ; আমার আ =ামত তুমি মারিয়াছ, অতএব তোমার সঙ্গে কন্যার বিবাহ দিব ! পর দিবস কয়ছররোম আহরণের সঙ্গে কন্যার বিবাহ দিলেন গোস্তাস্পর সহিত মরবিনও আহরণের অতি সর প্রণয়হইল একদিবস গোস্তাম্পরস্ত্রিরনিকট তিনচারিজন পুঠিবাসিনী আসিয়া ব্যাঘ ও অজগর মারিবার প্রসঙ্গ উপ স্থিত করিয়া বহিল মরবিন ও আহরণ মারিয়াছে কহে বাদ সাহ একথার বিশ্বাষ করেণ নাই; এৰণ এদেশন্ত লোকেও গ্রাহ্য করেন; তবে যে তাহারদিগের সঙ্গে দুই কন্যার বিবাহ দিয়াছেন তাহার কারন বাদসহ তাহার দিগের ব্যায়ুও সপ মারিতে কহিয়াছিলেন তাহারা গিয়া বাদসাহকে জানাইল যে আমরা মশরিয়াছি কিন্তু কে মারিয়াছে তাহ এপষ্যান্ত প্রকাশ করে নাই। গোস্তাম্পর ন্ত্ৰি কহিল ব্যাঘুও অজাগর কে গোস্তাম্প মারিয়াছে; পরে তাহান্ধা একদিন কয়ছররোমের স্ত্রির নিকট গিয়া কথার কথায় কহিল যে ব্যায়ুও অঙ্গঃ 社 Nう>