পাতা:সাহানামা.djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२s९ সাহানাম - গর তোমার জ্যেষ্ঠ জামাত গোস্তাম্প মারিয়াছে, করছরের বেগম কহিল এমত কহ্ম করিয়া সে অপ্রকাশ কেন রাখিল তাহারা কহিল সে একথা প্রকাশ করিলে তাহার দিগের বিবাহ তোমার কন্যার দিগের সহিত হয়ন এডমিমিত্ত্যে প্রকাশ করেনাই, আমরা তোমারকন্যা কতাউনের প্রমখাৎ শুনিয়াছি । পরে বেগম এইকথা কয়ছররোমকে জ্ঞাতকরলে কয়ছর তাহ শুনিয়া কহিল আমি তখনি বুৰিয়াছি এ কক্ষ কয় বংসিয় বেত্তিরেক অন্য হইতে হয় নাই, পরে গোস্তাম্প কে আপন বাটিতে আনাইয়া অনেক সমাদর করিলেন আর গোন্তাম্পকে প্রধান সেনাপতিত্বপদে অভিষিক্ত করিলেন । আলিয়াছ বাদসাহর সহিত কয়ছররোমের যুদ্ধ । কয়ছর রাম গোস্তাম্পকে সেনাপতি করিয়া মনোমধ্যে বিবেচনা করিল যে আলিয়াছ বাদসাহ আমার অনেক দেশ বলদ্বারা অধিকার করিয়া লইয়াছে তাহ লইতে হইবেক; এই বিবেচনা করিয়া তাহাকে এক পত্র লিখিলেন যে ভূমি আমার যে সকল দেশ বলেতে হরণ করিয়াছ তাহ পত্রপাট ছাডিয়া দিবা নত্তবা যুদ্ধের আয়োজন করিব। আলিয়াছ বাদসহ এই পত্ৰ পাইয়া রাগতহইয় আপন সেনা লইয়া কয় ছররোমের সহিত যুদ্ধে যাত্রাকরিল। কয়ছররোম এইসবাদ পাইয়া সেৈসন্য গোন্তাম্পকে যুদ্ধে পাঠাইল; আর আপনি কিছু সেনা লইয়া পশ্চাৎগামি হইল, যখন গোস্তাম্পর সহিত অলিয়াছ বাদসহার সাক্ষত্ত হইল গোস্তাম্প রণস্থলেআসিয়া অলিয়াছৰাদসাহকে যুদ্ধেআহ্বান করিল আলিয়াছ বাদসহ রাগন্নিতহইয়া গোস্তা পরসর্গ খেআইলে গোস্তাম্পতৎক্ষনাৎ