পাতা:সাহানামা.djvu/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o সাহানাম 28-3 তাহাকে শুলাষাত করিয়া অশ্ব হইতে ভূমে ফেলিয়। ভাঙ্গর হন্ত ধারণ করির কন্নছরের নিকট আনিল, আলিয়াছ বাদ সাহের সেন গোস্তাস্পর চতুরতা ও পুৰূষত্ব দেখিয়া ভিত হইয়া পলায়ন করিল তদ ষ্টে গোন্তাস্প তাহার দিগের পশ্চাৎ ২ ধাবমান হইয়া খররজদেশে আলিয়াছ বাদসাহের রাজধানি ছিল সেইদেশ অধিকার করিয়া তাহার ভাণ্ডারে যে ধন ও রত্ব ছিল তাহা লইয়। পরে প্রজাগণকে স্নেহদ্বারা বসিলুত করিয়া রোমদেশে আইলে কয়ছর রোম অগ্রসর হইয়া গোস্তাম্পকে কোডে লইয়া সমাদর করিয়া আপন বাটীতে আনিল । ജ്ജ്ജ ইরানের বাদসাহ স্থানে লিপি প্রেরণ। কিয়ৎ দিবস গতে গোস্তাম্প প্রধান সেনাপতি দিগে কহিল তোমরা সকলে যুদ্ধের আয়োজন করির প্রস্তুত হও ইরানের বাদসাহর প্রতি আকুমণ করিব ইহা শুনিয়া তাহার কহিল লহরাম্প একজন প্রধান বাদসাহআর সেখানেরোস্তম প্রভৃতি অনেক বলবান যোদ্ধা আছে তাহার সহিত শত্র তা করা অনেচিন্ত গোস্তাম্প তাহার দিগকে অনেক ভৎসন করিয়া কহিল সেখানে যে সকল বলবান আছে তদিগকে আমি উত্তম রূপে জানি তাহারা অামার সমযোদ্ধা নহে; পরে গোস্তাম্প কয়ছরকে কছিল তোমার সেনাগণের লহ রাম্পর সহিত যুদ্ধ করিতে ভীত হয় ঐজন্য আমি কতিপয় সেনা লইয়।ইরানে গমন করি এতৎ শ্রবণে কয়ছর হৃষ্টহইয়। গোপগনে আলিঙ্গন করিয়া আপন তত্তে ৰসাইয়। কহিল