পাতা:সাহানামা.djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- সাহানান। ደ8ፃ সামস্থ অৰ্দ্ধন এ অপূৰ্ব্ব বৃক্ষ প্ৰস্তুত করিয়া কহিল এই বৃক্ষের পত্র ভক্ষণ করিলে মনের মালিন্য থাকেন। আরফল খাইলে e্যানি হয় এবং দীর্ঘ আয় হয় । এই সময়ে বলখ হইতে সমাচার আইল যে বৃদ্ধ বাদসাহ লহরাম্প পিডিত হইয়া মৃত্যু বং হইয়াছেন, গেস্তাম্প জরদহস্তকে তথায় পাঠাইলেন সে বলখে গিয়া লহরাম্পকে অতি সীঘু আরগ্য করিয়া আইল এ নিমিত্ত্যে তাহার প্রতি অধিক শ্রদ্ধ হইল; জরদহন্ত কহিত আমি ঈশ্বরেরপুত আমার বে সকল ক্ষমতা তাহা কুমে দেখা হব । বৈকুণ্ট ও নরক আমি দেখিয়াছি আমি আসিৰ্ব্বাদ করিরা বৈকুণ্টে পাঠাইতেপারি এবং অভিসপ্ত করির নরকে পাঠাইতে পারি, স্বর্গে ও পৃথীবিতে যখন ঘাহা হইবে তাহ আমি পূৰ্বাঙ্ক জানিতেপারি জোন্দ পাঙ্গদ নামে এক পবিত্র ধৰ্ম্মপস্তক ঈশ্বর আমাকে অনুগ্রহ করিয়া প্রদান করিয়াছেন যে ব্যক্তি সেই গ্ৰন্থ পাঠকরে ঈশ্বর তাহাকে কুপা করেন: গোস্তাম্প ভাতার কথার ভুলিয়। পিতৃ পিতামহাদির ধন্ধ পথ ত্যাগ করিয়া তন্মতাবলম্বি হইল। এক দিবস জরদহন্ত কহিল তুমি চিনের বাদসহ আরচাম্পকে কেন কর দেওঁ ঈশ্বরের অনুগ্রহ তোমাকেহইয়াছে এখনতুমি মনেকরিলেতাহাররাজ্য লইতে পার; গোস্তাম্প তাহার এইবাক্য শুনিয়া আরচাম্পকে এই পত্র লিখিল ষে চিনদেশ অামাকে ছাডিয়া দেও অথবা কর দেও নতুবা তোমাকে মারিয়া চিনদেশ গ্ৰহণ করিব; আর চাপু এইপত্রপাইয়া ক্ৰোধ যুক্ত হইয়া দুতকে কহিল বুঝিসেই জরদহন্ত পাপিষ্টরকথার হুলিয় পৈতৃক ধন্ধত্যাগ করিয়াছে তাহাকে কহিব। সে পাপিষ্টর কথা শুনিলে রাজ্যচুক্ত হইবে