পাতা:সাহানামা.djvu/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহানাম 'So নামক রোস্তমের শিস্য তাঙ্কার সঙ্গে আসিয়৷ যুদ্ধ করিয়া মারা পডিল পরে জওয়ার অসিয়া নেসাদরের সঙ্গে অনেকক্ষণ যুদ্ধ করিয়া তাহাকে নষ্ট করিল, এবং এছফন্দি য়ারের মেহর নোৰ নামক এক ভুতাকে রোস্তমের পুঙ্খ ফরা মরজ আসিয়া বিনাস করিল তাহ দেখিয়৷ এছফন্দিয়া রের পূএ বহুমন এহফন্দিয়ারের নিকটেগিয়া কহিল তোমার এক ভুতা ও এক পুত্র ও অনেক সেনাকে রোস্তমের ব্রাতা ও পুএ আসিয়া কাটিয়াছে এই কথা শুনিয়। এছফন্দিয়ার রাগত হইয়া রোন্তমকে ডাকিয়া কহিল অরে দুরাত্মা তুই অী: মার নিকটে ধন্ধন্ত সত্য করিয়াছিলি কেহু অন্যায় যুদ্ধ করিৰ ন। তবে তোর পুত্র ও ভ্রাত আসিয়া আমার ভ্রাতা ও পুত্র ও সেনা দিগকে কেন নষ্ট করিল এ তোর কোন ধন্থ রোন্তম কহিল দোহাই ধক্ষের ও তোমার দোহাই ও তলওয়ারের দোহাই আমি তাহার দিগকে যুদ্ধ করিতে কহিনাই তাহার আমার অজ্ঞাতে যুদ্ধ করিয়াছে, অতএব তাহারদিগের দুই জনাকে বন্ধনকরিয়া আনি অপনি তাহারদের মন্তক ছেদন কর । এছফন্দিয়ার কহিল তাহারদিগকে নষ্ট করিলে আমার বন্ধুবান্ধবযাহারা মরিয়াছে তাহারা বাচিবেৰ তাহাতে কি প্রয়যেন শুই আয় তোর মাথা কাটি ইহাকহিয়া দুইজনে fত্তরের যুদ্ধ আরম্ভ করিলেন। রোস্তমের তির এছফ ন্দিয়ারের সরিরে প্রবেশ হয়না এছফন্দিয়ার যে তিয় মারে তাঙ্কারোস্তমের ও জাহার ঘোটকের সরিরে বিদ্ধ হইতে লাগিল তাঙ্গতে অস্ব অসামর্থ হইল দেখিয়া রোস্তম অশ্ব ত্যা গ করা ভূমে দাড়াইয়া যুদ্ধ করিতে লাগিল;ঘোড়া পলাইল