পাতা:সাহানামা.djvu/৩৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহানামা \opa শুন্ত দেখিলাম আমি তাহার প্রফুল্লতাদেখিয়া ভিন্ত হইয়াছি অতএব তাহার সহিত সন্ধিকর ভাল; এছফন্দিয়ার রাগ ভরে অশ্বারোহি হইয়া রোস্তয়ের নিকটে আসিয়া কহিল কল্য আমার তিরে অতি কাত্তর হইয়াছিল। অঙ্গ্যতাহার, কোন চিয় দেখিন তোমার পিতা জাগ জাদুকর জাদুতে তোমাকে আরোগ্য করিয়াছে কিন্তু দ্য তোমাকে এমত তির মারিৰ যে জাল জাদূতে কিছুকরিতে পারবেন না। রোন্তম কহিল তুমি সহশ্ৰভির মারিলে ও আমার কিছু হইতে পরিবে না কিন্তু আমি একতিরে তোমাকে জমালয় পাঠাইব তাহার কোন সন্দেহ নাই; যদি স্তমি আপন মঙ্গল বাঞ্ছাকর তৰে আমার অপরাধ ক্ষেমা করিয়া আমার বাটিতে চল । দোহাই ঈম্বরের আর জোন্দ পাজোন্দ ধর্ম পুস্তকের দোহাই এবs চন্দ্র সূর্যের দোহাই স্তুমি একবার আমার বাটিতে আগমন করিলে তোমার সঙ্গে বিনা বন্ধনে গোস্তাম্পের নিকট যাইৰ তাহাতে তিনি বিবচনা করিয়া যাহা উচিত হয় তাহাই করি বৃন । এছফন্দিয়ার কাইল আমি বিনা বন্ধনে তোমাকে লইয়া জাইব না, রোন্তম কহিল তুমি আমার বাটিতে চল তোমাকে অনেক দুব্যাদি উপটৌকন দিয়া সন্তোষ করিব। এছফন্দিয়ার কহিল তোর এমত কিদুব্য আছে যে আমাকে দিবি । রোন্তম কহিল । - f অমূল্য সহশ্ৰ মুক্ত দিবহে তোমায়। সহজ কুটরি রাজ যোগ্য মণিময় ৷ সহশ্ৰ যুৱতি দিব শুন্দরী সকল । যুগের সমান চক্ষুশরীর কোমল।