পাতা:সাহানামা.djvu/৩৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\రిx সাহামামা কিয়ং দিবস পরে ফরামোরঙ্গ পূনৰ্ব্বার কাবলে উপস্থিত হইয়। তথাকার বাদশাহকে ঘূত করিয়া সেই কুপে উৰ্দ্ধপদ অধোমুখ করিয়া অস্ত্রাঘাতে মারিল আর তাহার সমস্ত পরি বারকে বন্ধন করিয়া জাবলে পাঠাইয়া আপনারকোন ব্যক্তি কে কাবলের বাদসাহি দিয়া আপনি জাৰলে আইল ॥ গোম্ভাষ্পর স্বগারোহণ . গোস্তাম্প বাদসাহ একসত বিস বৎসর বাদসাহি করিয়া আর এছফলিদয়ারকে চত্তয্য দ্বারা বধকরিয়া অভ্যন্ত লর্জিত হইয়াছিল এনিমিন্ত্য এছফন্দিয়ারের পুঞ্জ বহমনকে ইরা নের ভক্তে অভিসেক করিয়া আপন পুত্র বসোতনকে প্রধান সেনাপতি ও মন্ত্রীত্ব পদে নিযুক্ত করিয়া কহিলেন তোমরা দুইজনে ঐক্য হইয়া সকল কৰ্ম্ম সম্পাদন করব। কিছুদিন পরে পীডিত হইয়া পৱলোক গত হইলেন । ماضي বহমন রোস্তমের পত্রের সহিত যুদ্ধ। বহমন বাদসাহ হইয়া অনেক দান ও সদৃবিচার দ্বারা সিস্টের পাণ দুষ্টের দমন করিয়৷ অতিসূচারু ৰূপে কিছুদিন বাদসাহি করলেন । একদিন সভায় বসিয়া সকল সরদার দিগকে সম্বোধন, পূৰ্ব্বক কছিলেন তোমরা সকলে বিবেচনা কর কয় খেছিরের পিতা ছিয়াওসকে আর্য রছিয়াব বধ করিয়াছিল এনিমিন্ত্য কয়খেছিরো আপন পিতৃ শত্র আযরা ছিয়াৰকে যুদ্ধ করিয়া মারিল, আর রোন্তমকে কাবলের বাদ সাহ মারিয়াছিল এ প্রযুক্ত, তাহার পুঙ্খ ফরামোজ কাবলের বাদসাহকে নষ্টকরিল, এইমত পূৰ্ব্বাপর সকলেই পিতৃসত্ৰকে মারিয়াছে ওমারিতেছে। আমার উচিত য়ে রোস্তমও তাহার