পাতা:সাহানামা.djvu/৩৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহানাম । \చీష్రసి তাত আমার পিতা ও ভাতা প্রভৃতিকে মারিয়াছে তাহার দিগের বধের পরিৰন্তে রোস্তমের পিতাও পশুকে মারিব সকলে কহিল আমরা আপনকার আজ্ঞাকারি ষেমত আজ্ঞা করিবেন তাহাই করিব, তখন বহমন একলক্ষ ক্ষ্মেনামঙ্গে লইয়। জাৰলন্তানে বtaা করিয়া হিরমদ নদীর তীরে উপ স্থিত হইয়। জালকে কহিয়া পঠাইল যে অবধি তোমরা আমার পিতা ও ভ্রাতাকে বধ করিয়াছ সেই অৰধি আমি অশুখি আছি; তাহার দিগের পরিবত্তে তোমাকে ও য র৷ মোরজকে আমি নষ্ট করিব । জাল শুনিয়া কহিয়া পাঠাইল রোন্তম নিরাপরাধি ছিল তোমার পিতার নিকটে অনেক বিনতী করিয়া সঙ্গে যাইতে স্বিকার করিয়াছিল তাঙ্ক আপ নি জানেন তৎকালে তাহার সঙ্গেছিলেন সকলঙ্কাত আছেন আমরা তোমার দিগের চিরকালের শুভানুয়ি এবং প্রতি পালিত ও আশ্রিত অতএব আমাকে অনুগ্রহ কর । জালের এইৰূপ দন্যতা বাক্য শুনিয়া বহমনের মনে দয়ার উদয়হইল জাল বহুবিধ উপঢৌকনীয়দ্রব্য সঙ্গে লইয়া বহুমনের নিকট আসিয়াছেলাম করিয়া পদদ্বয়ে চুম্বন করিয়৷ বহুমনের ঘোট কের ডোর ধরিয়া পদবুজেসঙ্গে২ গমন করিলে বহুমন জাল কে অশ্বারোহি হইয় অসিতে কহিলেন তাহ না করিয়া রজ, ধরিয়।আপন বাটতে বহমনকে আনয়ন করিলে বহু মন জালের বাটিতে জামিয় তাহার ভাণ্ডার ভাঙ্গিয়া সমন্ত ধন লুঠ করিয়া কছিলেন ফরামেরজ কোথা ? জাল কহিল সে দ্বিকার করিতে গিয়াছে তোমার আগমনের সম্বাদ পায় নাই। বহমন কহিল আমার আগমনের সমাচার দেশ দেশ।