পাতা:সাহানামা.djvu/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২২ সাহানাম। ফেয়াতে নামেরে নদী আছে সেই নদীতে ভাধাইয়া আইস । সে মনে মধ্যে চিন্তু করিল যে এ বালক এ স্থানে থাকিলে আমির উজির প্রভৃতি সকলে কুমে জানিতে পারিলে ইহাকে বাদসার্ধ করিবে এ প্রযুক্ত এ বালক এখানে থাকায় আমার ৰাদসাহির হানি হইবেক, জলে ভাষাইয়াদিলে যদি আয়, থাকে ভৰে ঈশ্বর অবশ্য বাচাইয়। রাখিবেন । আঃ কি জাক্ষেপ সামান্য ধন ও ঐসয্যর লোতে লোভাবিষ্ঠ হইয়। আপন পূঞ্জকে জলে ভাষাইয়াদিলেক ঈশ্বরইচ্চায় ঐসিন্ধুক ভাৰিয়। দুগের পার্ষে একজন রঙ্গক বস্ত্ৰ ধেভ করিত প্রতি কালে ভাবিতে ২ঐ সিন্ধক উক্তস্থানে আইল ধোপা বস্ত্র দেভ করিতে ঐ সময় আসিয়া দেখিল একটা সিন্ধক নিকট দিয়া ভাৰিয়া যাইতেছে রঙ্গক ঐ সিন্ধক ধরিয়া তটে আনিয় খুলিয়া দেখিল যে পৃষ্ঠচক্রেন্যায় পরম সুন্দর একটি বালক তাহার মধ্যে জিবদশায় আছে তখনি ঐ সিন্ধক সহিত বালককে আপন স্ত্রির নিকট লইয়া গিয়া কহিল কল্য তোমার একটি বালক মরিয়াছেঃ অদ্য ঈশ্বর অনুগ্রহ করা তাহার পরিবস্তে একটি পরম শুন্দর বালক দিয়াছেন । তা হার ন্ত্রি ঐ বালককে দেখিয়া কোন্ডেলইয়া স্তনপাল করাইল পরে রঙ্গক সিন্ধকের মধ্যেস্থ শয্যা তুলিলে তাহার নিচে অনেক সন্তু মৃদু ও বহু মূল্য রত্নাদি দেখিয়ামাছাদিতহইয়। ঈশ্বরকে ন্য বাদকরিয়াকfহলঈশ্বর আমাকে অনগুহ করিয়া ধন ও পুত্র দিলেন, ঐ বালকের নাম দরাব রাখল । তৎ পরে আপন স্ক্রির সস্থিত পরামুল করিল এখানে থাকিলে . ঐ বালকের ও ধনের কথা প্রকাশ হইলে বিপদ ঘটিবে অত