পাতা:সাহানামা.djvu/৩৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২৮, সাহানাম অনেক ধন দেওয়াইব দারাববিদায় হইয়া রোমিদিগের সৈন্য মধ্যে গিয়া অমেক সেন সংহারকরিল,কেহদারাবেরনি ಫ আসিতে পারিল না, কুমে কয়ছর রোম ফয়লকুছকে ধ রিতে ধরিতে ধ্রুবমান হইল তাহ দেখিয়া ফয়লৰুছ দুরে গেল এবং দিব অবসান দেখিয়া সে দিবস যুদ্ধ রহিত থাকিল; রস নওয়াদ দারাবকে আপন নিকটে আনিয়া অনেক প্রশংসা করিয়া নানাবিধ রত্ব; বস্ত্র, ও অস্ত্ৰ পুৰস্কার স্বৰূপ প্রদান করি লেন দারাব তাহার কিছু গহণ না করিয়া একটি বরছি মাত্র লইয়া কহিল অন্য দুৰ্যতে আমার প্রয়োজন নাই,রোমি সর দারের পরস্পর কহিল যে কয়ছর কহিয়াছিল ইরানে এক ন্ত্রিলোকে বাদসহি করে আমরা গিয়া সহজে তদ্রাজ্য অধি কার করিব কিন্তু যে সরদার যুদ্ধ করিতে আসিয়াছে এখন পৰ্যন্ত সেযুদ্ধ করে নাই এক বালক অলপ সেনা সঙ্গে লইয়। অামারদিগের অনেক সেনা মারিল যে দিগে আসিয়া পডে সেই দিগ শুন্যকরে অতএব কয়ছরকেবলিয়া আমরা আপন দেশে জাই; এই মন্ত্রনাধায্য করিয়া কয়ছরেরমিকটে জ্ঞাপন করিল কয়ছর কহিল কল আর একবার যুদ্ধ করব তাহাতে ঈশ্বর যেমন করেণ দেখিয়া বিবচনা করিব ৷ পর দিৱসপ্রাত যখন উভয় সেনা একত্র হইল দারাব রোমের সেনার মধ্যে প্রবেশ করিয়া অনেক রোমের সেনাবিনাশ করিল ৷ দারাব সৈন্যর মধ্যে প্রবেশ করিল। দেখিয়া রোমের সেনা সভয় হইল ৷ রোদন করিয়া সেনা ছাডেরণ ভূম । বুঝি আর ফিরে নাজাইতে হবে রোম ॥