পাতা:সাহানামা.djvu/৩৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাইনোম 。○○○ পরে দার। ধরিবারে লোক পাঠাইল । অন্ধকার নিশি ছিল দেখিতে না পাইল । ছেকনদর আপন শিবিরে আসিয়া আরস্তাতালিছ প্রভৃতি সকলকে ডাকাইয়া সেই চারিটা পেয়াল দেখাইয়ু কহিল অতি শুলক্ষণ হইয়াছে ; শত্রুর ঘর হইতে ধনপ্রাপ্ত হইয়া আসিয়াছি ইহাতে এমত বোধ হইতেছে যে দারাব সমস্ত দেশের চন্তদিগ আমি গ্রহণ করিব, এবং দারার ও সভাসত গণের রীতি চরিত্র দেখিয়া বুঝিয়াছি সেযুদ্ধে আমার সঙ্গে কখন সক্ষম হইতে পারিবেক না । দারার সহিত ছেকন্দরের যুদ্ধ। পরদিবন পুতে দুইপক্ষের সেনায় যুদ্ধ আরম্ভ হইয়া সপ্তাহ পৰ্য্যম্ভদিব। রাত্র যুদ্ধ করিয়া অন্তম দিবসে দারা পলায়ন করিল সেনও ছিন্থ ভিন্ন হইল । ছেকন্দরের সেনা তাহার দিগের পশ্চাৎ ধাবমান হইয়া ফোরাত নদির তিরপয্যন্ত গিয়া পুনরাগমন করিয়া তথাকার রাজ্যের নিয়ম নিধাৰ্য্য ও শুশাসিত করবার নিমিন্ত্য কিয়ংকালসেইস্থানে থাকিল দারা সেই সকল সেনা একত্ৰ করিয়া এবং আর কিছু সেনা সংগ্ৰহ করিয়া পূনৰ্ব্বার ছেকন্দরেরসঙ্গে যুদ্ধ করিল তাহাতে দারা পরাজয় হইয়া পলায়ন করিল । ছেককুর ইরানে থাকিয়া তাবৎ মনুষ্যকে স্নেহ দ্বারায় বসিলুত করিল, আর কহিল তোমরা সকলে জ্ঞাত আছ দারাব বাদসাহ ফয়ল কছের কন্যা নাহিদকে বিবাহ করিয়া ছিলেন তাহার মূখের দুগন্ধের জন্য তাহাকে এছকন্দর নামক বক্ষের পত্ৰ চৰ্ব্বন করিতে দিয়া ছিলেন সেইপত্র চৰ্বন করিয়া মুখের দুগন্ধ