পাতা:সাহানামা.djvu/৩৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহানাম بيا ي ى নিকটে থাকিত তাহার। দুইজনে পরামস করিল যে দারার দুঃভাগ্য ঘটিয়াছে দিনেক দুইদিরে মধ্যে ছেকন্দরেরহন্তে ধরা কিম্বা মারা পডিবেক, অতএব আমরা দারাবকে বধ করিয়া ছেকন্দরকে জানাইলে স্তণ্ঠ হইয়া অামারদিগেরবহু ধন ও গ্রাম দিবে এব• আমারদিগকে প্রধান মন্তি করবেক এই মন্ত্রন স্থির করিয়া যখন দারা আন্তখর হইতে যাত্ৰ৷ করিয়া কথক দুর গমন করিলে ইহারা দুইজনে দারাব দূই পা.ষ রক্ষার্থে জাইতেছিল আর২ লোকেরা অগু, পশ্চাৎ কিছুদূরে ছিল, দারাকে পথিমধ্যে অন্ধকার রাত্রে এক পাইয়। প্রথমত জানুছপার দারার বক্ষস্থলে এক ছুরিকা ঘাত করিস পরে মাহিয়ার দারার বাহুতে এক তলওয়ার আঘাত করিল তাহাতে দারা অত্যন্ত কাতর হইয়া অশ্বহইত্তে ভূমে পডিত হইলে ঐ দুইজন উজির দারাকে বিনাশ করিয়া তৎক্ষণাত ছেকন্দরের নিকট কহিয়া পাঠাইল যে দীর झि। স্থানে জাইতে ছিল আমরা দুইজনে পথমধ্যে তাহাকে বি নাশ করিয়াছি, ছেকন্দর এইসবাদ পাইয় প্রাতে দার। যে স্থানে আঘাত হইয়াছিল সেইস্থানে আসিয়া দারাকে দেখিয়া অনেক খেদ পুৰ্ব্বক রোদণ করিয়া দ্বারার মস্তক আপনি কুেড়ে লইয়। অনেক বিলাপ করিতে লাগিল, দাব চক্ষুমুদিভ করিয়া ছিল ছেকন্দরের রোদণে, চক্ষু উন্মিলন করিয়া দেখিল যে ছেকন্দরের কোডে শয়ন করিয়া রহি য়াছি তখন এক দীঘ নিশ্বাস ত্যাগ করিল ছেকন্দর কছিল আপনি ভাবিত হইবেননা; এখনি আপনাকে বাটীতে লইয়া চিকিৎসা ও ঔষধি দ্বার। আরোগ্য করিব দারা কহিল