পাতা:সাহানামা.djvu/৩৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহানাম ' هوادا আমার অন্তকাল উপস্থিত হইয়াছে আর চিকিৎসা ওyওঁষধি করিবার সময় নাই স্তমি এখন ইরানের বাদসাহ হও ছেক লদর কহিল তোমাকে নষ্ঠ করিবার মনন্ত কোন প্রকারে আ মার ছিলনা; আমার মানস তোমাকে ইরানের বাটিতে লইয়া চিকিৎসা করি যদি পরমেশ্বরের অনগ্ৰহতে আপনি রক্ষা পাও তবে তোমার রাজ্য ও বাদসাজি তোমাকে দিয়া আমি এখান হইতে অন্যদেশে যাইব, আমি আপন মাতার নিকট সকল জ্ঞাত হইয়াছি স্তমিও আমি দুইজন দারাবের পুত্র । অতএব স্তমি আমার কনিষ্ঠ ভাত তোমার এদশ দেখিয়া অমিখেদান্নিত হইয়াছি,ইহা কহিয়া অনেক রোদণ করিল আর কছিল যে ২ ব্যক্তি আপনাকে আঘাত করি য়াছে তাহার দিগকে উপযুক্ত দগু করিব তখন দারা কহিল আমার মৃত্যুকাল উপস্থিত হইয়াছে তোমার স্নেহ ও মিঠ বাক্য দ্বারা অায় পাইবন, কিন্তু তোমার সিষ্টাচারিতে হৃষ্ট চিৰ হইলাম তোমাকে কিছু কহিতে বাঞছা করি যদি স্তমি আমার বাক্য প্রতিপালন কর ছেকন্দর কছিল আপনি যাহ। কহিবেন তাহ আমি সাম্যক প্রকারে প্রাণত্তল্য গাহ্য করিব; দার। কহিল আমার তিন চরিট। কথা আছে তাহার প্রথম এই আমার পরিবারকে অসমজুম ও অনাদর করিবা সঞ্চদ। তাহার দিগের মান রক্ষা করিব । দিতীয় আমার রোসনক নামী প্ৰীয় এক কন্যা আছে তাহাকে তুমি বিবাহ করিয়৷ তাহার গন্তে যদি পুণ্ড হয় তাহার নাম এছফন্দিয়ার খিবাস্তৃতীয়জামি অগ্নিপূজার ওজরদহস্তধার য়েই নিয়ম প্রচার করিয়াছি তাহ নষ্ট নাকরিয়া পূৰ্ব্বাগত বাদসাহ লহ