পাতা:সাহানামা.djvu/৩৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\o 88 সাহানাম - রাস্প ও গোন্তাম্প অবধি যে প্রকার হইতেছে তাহাই রাখি বা কদাচ অন্যথা করিব না । ছেক দরক হিল আপনি মেমত যেমত কহিলেন তাহ অবশ্য করিব । পরোদার৷ ছেকন্দরের হস্ত ধারণ করিয়া আপন মুখের উপর রাখিয় একদীর্ঘ নিস্বাষ ত্যাগ করে তৎ সঙ্গে তাহার প্রাণ বায়, স্বস্থানে প্রন্থনি করল । ছেকন্দর অনেক রোদন করিয়া এক স্বল্বময় সিন্ধ, কে দারার মৃত্যু কায় রাখিয়া বাদসাহি রিতিমতো আচ্ছ। দিত করিয়া সে স্থানহইতে লইয়া তাহার পৈতৃক গোরস্থানে গোর দিল । দারা চন্তদস বৎসর ইরানের বাদসাহি করির ছেকন্দরের সহিত যুদ্ধে পরাভব হইয়। হিন্ধ স্থানে যাইতে ছিল পথিমধ্যে আপনার দুইজন প্রিয়ে উজির জানুছপার ও মাহিয়ার দারাকে অস্ত্রাঘাভ করে তাহাতেই তাহার প্রাণ उTोंकों झझेल 11 - - -سحسحه ایرج عص ছেকন্দরের বাদসাহি ও পৃথিবি ভুমণ li ছেকন্দর দারার মৃত্যুর পর ইরানের বাদসাহ হইয়া সেই দুই উজির জানুছপার ও মাহিয়ারকে আনাইয়া শুলেদিতে আজ্ঞা করিলেন । নগরে ঘায়ন এই দেহ সমুদয় । প্রভু হত্যা করিয়াছে যেই দরাসয়, তার প্রতিফল দেখ সকলে আসিয়া । ছেকন্দর শুলে দিল বিচার করিয়া । , ইরানের সমস্ত লোক ইছা দেখিয়া ও শুনিয়া ছেকন্দরকে বিস্তর প্রশসা করিয়া শরণাগত হইল, ছেকন্দর সমস্ত