পাতা:সাহানামা.djvu/৩৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀՖՏՀ - সাহানামা * প্রথম রাত্রের সল্প বিবরণ এক অতি বৃহদ পুরি তাহারদ্বার নাই এক ক্ষুদু ছিদ,মাত্র সেই বাটিতে আছে; এক মত্ত হস্তি সেই ক্ষুদ, ছিদ্র দ্বারা সেই পুরির মধ্যে প্রবেশ করল তাহী তে কোন কষ্ট হইলন; কিন্তু গমনকালে হস্তিরগুও ঐ ছিদ্রে, তে লাগিয়া থাকিল । ১ । দুিভিয় রাত্রে এক শুন্দর যুবক পুৰুষ সেই বাটিতে রাজ সিংহাসনে বসিয়াছে ৷ ২ ৷ ব্ৰিতিয় রাত্রে একখান অতি শুক্ষ শ্বেত বস্ত্রকে চারিজন পুৰুষে চত্তদিগে ধারণ করিয়া আকর্ষণ করিতেছে তাহাতে ঐ বস্ত্র ছিন্ন হইতেছে না এব• ঐ চারিজন পুৰূষ বস্ত্র টানিতে ক্ষন্ত হইতেছেন ঃ ৩ ঃ চন্তর্থ রাত্রে এক পুৰুষ তৃষ্টযুক্ত হইয়া এক নদির হিরে জল পান করতে গেল সেই সময়ে একমৎস্য ঐ নদীহইতে বাহির হইল সেই পুৰূষ ঐ মৎস্য দেখিয়া পলায়ন করিলে মৎস্য এব০ নদীর জল ঐ পুৰুষের পশ্চাত ধাবমান হইল সেই পৰূষ কুমাগত অক্তি বেগে ধাবমান হইতেছেঃ ৪ : পঞ্চম রাত্র অতি শুন্দর এক নগর তথাকার সমন্ত লোক অন্ধ কিন্তু তাহারা অন্নিমিত্ত ক্ষুধ নহে, আর স্বাভাবিক মনুস্যর ন্যায় কুয় বিকয়াদি করিতেছে ৪ ৫ ঃ o যষ্ঠরাত্রে এক নগর দেখলাম সেখানকার প্রায় সমস্ত লোক পিডিত অত্যক্ষপ লোক গুস্ত আছে কিন্তু তাহারা সৰ্ব্বদা খেদিত ও দুখিত এবং অর্থাভাবে ওষ্ঠীগত প্রাণহইয়া রহিয়াছে; আর ঐ সকল পীডিত লোকেরা জাহারদিগেরকে দেখিতে ও তত্তাবধান করিতে জায় ঃ ৬ s