পাতা:সাহানামা.djvu/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* . সাহানামা 3్కt চন্তুর্থ ভূষিত মৎস্য ও নদীর জল দেখিয়া পালাইতেছে ? কোন সময়ে পৃথিবিতে অনেক লোক মান্তিক দেখিয়া ঈশ্ব রের অবতার বিশেষ প্রকাস হইয়া সকলকে ঈশ্বরের শুদ্ধ পথ ও জ্ঞান দিতে ডাকিলে তাহার। সকলে পালাইবে । ৪ । পঞ্চম অন্ধ সকলে ক্ৰয় পিকুয় করিতেছে । কিছু দিন পরে এমভ সময় উপস্থিত হইবে যে সকলের জ্ঞান চক্ষু থাকিবেন ও হিন্তাহিত বোধ থাকিবেনা কেবল বিশয় তৎপর হইবে । ৫ । - সষ্ট পিডিত লোকের শুস্ত লোকের দিগের ভস্তাবধান করিতেছে ? পৃথিবীতে এমত এক সময় হইবে যে তৎকালে মনুস্য স্বধৰ্ম্মত্যাগি ও মুখ হইবে অতি অলপ লোক স্বধর্মশ্রয়ী ও পণ্ডিত থাকিবেক কিন্তু ঐ স্ব ধর্মি ও পণ্ডি আদিগের তস্তাব ধান ঐ ধৰ্ম্ম ত্যাগি মর্থেরা করিবে ৷ ৬ ৷ সপ্তম দুই মন্তক যুক্ত অৰ্শ, তাহার মল দূর নাই ? কালেতে মনুস্য এমত লোভি হইবে যে সৰ্ব্বদা মানস ও প্রকাস রুপে কহিবে ঈম্বর দুই মুখ দিলে পরিতোষ করিয়া আহার করি কিন্তু দান রহিত হইবেক ৷ ৭ ৷ অষ্টম তিনটা জলের জালা তাহার দূইটায় জল পরিপূর্শ্ব আছে একটা খালি ; কুমে এমত সময় উপস্থিত হইবেক যে পৃথিবীর দুইভাগ লোকধনি আর একভাগ দুখি ও কাঙ্গাল ঐ ধনি-লোকেরা কাঙ্গাল গণকে পরিভোষ করিতে পারি বেন! t ৮ । , u 88 it