পাতা:সাহানামা.djvu/৩৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহানামা *. చీరr:్స ছেকন্দরের নানা দেশ ভূমণ । কয়েক দিন পরে স্থাবসির দেশে পৌছিয়া দেখিলেন যে । তখকার সকল লোক অতি কৃষ্ণবম রক্তাক্ষি তাহারা ছেক ন্দরের সেনা দেখয় অনেক মনুস্য একত্র হইয় অস্থি ও eন্তর নিক্ষেপ করিতে আরম্ভ করিল, তখন ছেকন্দর সেনা দিগে তীর বর্ষণ করিতে আজ্ঞা করিলেন, তাহার অন্ত্র দ্বারা অনেক হাবসিকে মারিলে তাহারা সকলেই পালাইল । ছেক দর তথা হইতে গমন করিয়া কয়েক দিন পরে একস্থানে পৌছিলেন যে সেস্থানের মনুস্য সমস্ত উলঙ্গ জারঅতি দীর্ঘ। কার দৈত্যর ন্যায় বলবান তাহারা ছেকন্দরের সেনা দেখিয়। প্রস্তর নিক্ষেপ করিতে আরম্ভ করিল সেনারাও তাহাদিগকে অস্ত্র প্রহার করিতে লাগিল তাহাতে তদিগের অনেক মরিল তখন তাহারা তথা হইতে পলাইয়া গেল । ছেকন্দর তখ। হইতে গমন করিয়া কয়েকদিন পরে এক নগরের নিকট, উপস্থিত হইলে তথাকার লোক অনেক বা স্বামীগ লইয়া ছেকন্দরের সহিত সাক্ষ্যাত করিলে ছেকন্দর তাহারদিগের অনেক সমাদর করিয়া বসাইলেন পরস্তু নগরের কিঞ্চিৎ দুর এক পৰ্ব্বত দেখিয়া অহরদিগকে জিজ্ঞাসা করিলেন এ পৰ্ব্বতের উপর দিয়া গমনাগমনের পথ আছে কি না ? তাহারা’ কহিল পৰ্ব্বত দিয়া গমনাগমনের পথ ছিল কিন্তু "ইদানীন্তন এই পথতোপুরি বৃহস্থ এক সপ আন্ধিয়া সে পথ রুদ্ধ বরিয়াছে;সেই সৰ্প হস্তি আদি ধরিয়াগু সরুরে তাহার মুখ হইতে অগ্নি নিগ তো হয় সে যে দিবস পৰ্ব্বতে কোন